পুলিশ হওয়ার জন্য কি করতে হবে - পুলিশের জন্য কোন কোন যোগ্যতা লাগে? বিস্তারিত জেনে নিন?
আজকে আমরা জানবো যে প্রশাসন বিভাগে কাজ করতে হলে পুলিশ হওয়ার জন্য কি করতে হবে ও কি করা দরকার। ও তার সাথে সাথে এটাও জানবো যে পুলিশের জন্য কোন কোন যোগ্যতা লাগে ও কিভাবে পড়াশুনা করা উচিত। আসুন জানি?
ভূমিকাঃ
পুলিশ হচ্ছে আমাদের সাধারণ জনগণের স্বেচ্ছা সেবক। তার প্রধান কাজ হচ্ছে প্রশাসনের আয়ত্তে থেকে দেশ ও দেশবাসীর সাহায্য করা। পুলিশ হতে হলে আমাদের কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে। যেটি করলে আমরা পুলিশ হতে পারবো খুব সহজে।
![]() |
| পুলিশ-হওয়ার-জন্য-কি-করতে-হবে |
পুলিশ হওয়ার জন্য কি করতে হবেঃ
পুলিশ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা, এসএসসি ও এইচএসসি পাশ করতে হবে। তার সাথে শারীরিক সক্ষমতা ও পরীক্ষার ধাপ পূরণ করতে হয়। বাংলাদেশে পুলিশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় যেমনঃ কনস্টেবল, সাব-ইন্সপেক্টর (SI), ইন্সপেক্টর, ASP (Assistant Superintendent of Police) ইত্যাদি। পদভেদে যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া আলাদা। পুলিশ হতে হলে প্রথমে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অপরাধমুক্ত ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি উচ্চতা, ওজন ও বুকের মাপের মানদণ্ড সঠিক থাকতে হবে। উদাহরণস্বরূপ — পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হয়। এরপর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও মেডিকেল টেস্ট পাস করে আপনাকে সিলেক্ট করা হবে। এ ক্ষেত্রে আপনি কনস্টেবল কিংবা সাব-ইন্সপেক্টর পদে চাকরী কিংবা অ্যাপ্লাই করতে পারবেন।
পুলিশের জন্য কোন কোন যোগ্যতা লাগেঃ
পুলিশের চাকরির জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত, শারীরিক ও মানসিক যোগ্যতা থাকা আবশ্যক। একজন যোগ্য পুলিশ সদস্য হতে হলে প্রথমেই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার সুস্থ শরীর ও সুস্থ মানসিক অবস্থা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, কনস্টেবল পদে ন্যূনতম এস.এস.সি পাশ হওয়া প্রয়োজন, আর সাব-ইন্সপেক্টর (SI) পদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। উচ্চ পদ যেমন ASP (Assistant Superintendent of Police) হতে হলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং নির্ধারিত ক্যাডার পদে নির্বাচিত হতে হয়।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি (প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি) এবং মহিলা প্রার্থীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। ওজনও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এছাড়া প্রার্থীর চরিত্র ভালো, নেশামুক্ত ও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা আবশ্যক। পুলিশ সদস্যদের সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকতে হয়। তাই তাদের মধ্যে সততা, সাহস, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও অবিবাহিত হতে থাকা অবশ্যক।
পুলিশ হওয়ার জন্য কি কি দরকারঃ
পুলিশ হতে হলে বা চাকরী নিতে হলে প্রথমেই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার অপরাধমুক্ত, সৎ ও নেশামুক্ত হতে হবে। পুলিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ভিন্ন হয়। যেমনঃ কনস্টেবল পদে আবেদন করতে হলে অন্তত এস.এস.সি পাশ হতে হবে। ও সাব-ইন্সপেক্টর (SI) পদে আবেদন করতে হলে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। আর ASP (Assistant Superintendent of Police) হতে হলে বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হতে হয়।
শারীরিক যোগ্যতার দিক থেকেও কিছু নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। পুরুষ প্রার্থীর উচ্চতা অন্তত ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি, এবং মহিলা প্রার্থীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এছাড়া শারীরিক ফিটনেস টেস্ট, দৌড়, মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষা পাস করা বাধ্যতামূলক।
সবশেষে প্রার্থীকে সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। পুলিশের কাজ কঠোর ও দায়িত্বপূর্ণ হওয়ায় প্রার্থীর মধ্যে সাহস, শৃঙ্খলা, সততা, মানবিকতা ও দেশপ্রেম থাকা অত্যন্ত জরুরি।
পুলিশের বেতন কতঃ
পুলিশের বেতন পদ ও কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে ভিন্ন হয়। বাংলাদেশ পুলিশে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি (Inspector General of Police) পর্যন্ত বিভিন্ন পদ রয়েছে, এবং প্রতিটি পদের বেতন সরকারি বেতন স্কেলের আওতায় নির্ধারিত করা আছে।
বাংলাদেশে একজন পুলিশ কনস্টেবলের মূল বেতন সাধারণত ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত হয় (গ্রেড–১৭ অনুযায়ী)। এর সঙ্গে ভাতা, ওভারটাইম, ঝুঁকি ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ হলে মাসিক মোট আয় প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত দাঁড়ায়। সাব-ইন্সপেক্টর (SI) পদে থাকা পুলিশের মূল বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত (গ্রেড–১০ অনুযায়ী)। সব ভাতা ও সুবিধা যুক্ত হলে একজন এসআই মাসে প্রায় ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত পান।
ইন্সপেক্টর পদে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, আর ASP (Assistant Superintendent of Police) যারা বিসিএস ক্যাডার অফিসার, তাদের বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (গ্রেড–৯) থেকে শুরু হয়। পরে পদোন্নতির মাধ্যমে SP, DIG, AIG, IGP পদে গেলে তাদের বেতন ৭০,০০০ থেকে ১,২০,০০০ টাকা হয়ে থাকে।
পুলিশ হেল্প লাইন নাম্বারঃ
মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেক্ষেত্রে যদি কোনো অপরাধ, দুর্ঘটনা, নারী নির্যাতন, ছিনতাই বা যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য দরকার হয়। তাহলে আপনি ৯৯৯ নাম্বারে ফোন করতে পারেন। এটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর, যা ২৪ ঘণ্টা খোলা থাকে এবং ফ্রি (বিনামূল্যে)। এই নাম্বারে কল করলে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সব ধরনের সাহায্য এক জায়গা থেকে পাওয়া যায়।
- সংক্ষেপে পুলিশ হেল্পলাইন নাম্বারসমূহঃ
- জরুরি সেবাঃ ৯৯৯
- শিশু সহায়তাঃ ১০৯৮
- বাংলাদেশ পুলিশ সদর দপ্তরঃ ০১৩২০০০০৮৮৮
- নারী ও শিশু নির্যাতন হেল্পলাইনঃ ১০৯/১০৯২১
- জাতীয় পরিচয়পত্রঃ ১০৫
- সাইবার ক্রাইম হেল্পলাইনঃ ০১৩২০০০০৮৮৮
আপনি যেকোনো সমস্যা পড়লে এই নম্বরে ফোন দিলে প্রশাসন আপনাকে হেল্প করবে।
পুলিশ এস আই এর বেতন কতঃ
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মূল বেতন সরকার নির্ধারিত ৮ম গ্রেডের আওতায় পড়ে। যা সরকারি বেতন কাঠামো অনুযায়ী এসআই-এর মৌলিক বেতন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে প্রতি মাসে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, ইউনিফর্ম ভাতা, মোবাইল বিল ইত্যাদি যোগ হয়। চাকরির স্থান ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে। এদের বেতন আস্তে আস্তে বেড়ে সাধারণত ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা দাঁড়ায়
চাকরির কয়েক বছর পর পদোন্নতি ও ইনক্রিমেন্টের মাধ্যমে এই বেতন আরও বৃদ্ধি পায়। এছাড়া, কর্মস্থল যদি বড় শহর বা বিপদজনক এলাকায় হয়, তাহলে অতিরিক্ত ভাতা পাওয়া যায়। সরকারি চাকরি হওয়ায় পেনশন, প্রভিডেন্ট ফান্ড, ও চিকিৎসা সুবিধাসহ অন্যান্য সুযোগও থাকে।
ট্রাফিক পুলিশ এর বেতন কতঃ
বাংলাদেশে ট্রাফিক পুলিশ হলেন এমন এক শ্রেণির পুলিশ সদস্য, যারা মূলত রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন প্রয়োগ, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনগণের চলাচল সহজ করতে কাজ করে থাকেন।বাংলাদেশে ট্রাফিক পুলিশের বেতন নির্ভর করে তিনি কোন পদে কাজ করছেন তার উপর। যিনি ট্রাফিক সার্জেন্ট পদে থাকেন।
তবে তার মৌলিক বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হতে পারে। ভাতা (বাড়িভাড়া, ঝুঁকি, ইউনিফর্ম, চিকিৎসা ইত্যাদি) যোগ করলে একজন ট্রাফিক কনস্টেবলের মাসিক মোট বেতন দাঁড়ায় প্রায় সব মিলিয়ে ট্রাফিক সার্জেন্টের মাসিক বেতন সাধারণত ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হয়।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন পড়াশুনা করে পুলিশ হওয়ার জন্য কি করতে হবে ও কি কি পদক্ষেপ নিতে হয়। ও তার সাথে সাথে এটাও জানলেন যে পুলিশের জন্য কোন কোন যোগ্যতা লাগে।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন.................. www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )


স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url