এ আই কিভাবে ব্যবহার করতে হয় - এ আই টেকনোলজি কি? বিস্তারিতভাবে জেনে নিন?
আজকে আমরা জানবো যে টেকনোলজির এই দুনিয়ায় এ আই কিভাবে ব্যবহার করতে হয় ও কোন কাজে ব্যবহার করা যায়। ও তার সাথে সাথে এটাও জানবো যে এ আই টেকনোলজি কি ও এই টেকনোলজি দিয়ে কি কি করা যায়। আসুন জানি?
ভূমিকাঃ
আজকের দিনে দেখেন সবাই কমবেশি অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা টাকা ইনকাম করছে। অনলাইন সেক্টর অনেক বড় জেটাকে আমরা এক কোথায় ফ্রিল্যান্সিং বলে থাকি। এই ফ্রিল্যান্সিং ও টেকনোলজি ব্যবহার করে মানুষ আজ টাকা ইনকাম করতে সক্ষম।
তাই আসুন জেনে রাখি যে, ঘরে বসে ইনকাম করার জন্য আজকের টেকনোলজি ব্যবহার করে এ আই কিভাবে ব্যবহার করতে হয় ও এটি দ্বারা কি কি করা যায়। ও তার সাথে সাথে এটাও জানুন যে এ আই টেকনোলজি কি ও কিভাবে কাজ করে। নিম্নে বিস্তারিত.........?
এ আই কিভাবে ব্যবহার করতে হয়ঃ
এআই ব্যবহার করা শুনতে যত ঝামেলার লাগে, আসলে ততটা না। এ আই ব্যবহার করা একদম স্মুথ! শুধু আপনাকে কিছু প্যাটান জানতে হবে তাহলে হবেই। যেমজেম
- চ্যাটবট ব্যবহার (যেমন: ChatGPT, Gemini, Copilot)
তোমার যা দরকার হবে প্রশ্ন, লেখা, আইডিয়া সব কিছু চ্যাটবটে লিখে দাও।
ওরা কথায় কথায় তোমাকে রিপ্লাই দেবে, ঠিক বন্ধুর মতো।
- লেখালেখি ও স্টাডি
এসেস, প্যারাগ্রাফ, রিপোর্ট, নোট সবকিছুর সারাংশ বা ব্যাখ্যা নিতে পারো খুব অল্প সময়ের মধ্যদ
কঠিন টপিকও খুব ইজি করে বুঝিয়ে দেয়।
- ছবি বা ভিডিও তৈরি
এআই ইমেজ জেনারেটর দিয়ে শুধু লিখে দাও তুমি কী ছবি চাও।
AI ভিডিও টুল (Runway, Pika) দিয়ে টেক্সট থেকে ভিডিও বানানো যায় কোডিং ছাড়াই।চ
- কোডিং
নতুন কোড শিখতে বা বাগ ঠিক করতে দারুণ হেল্প করে।
AI কোড সাজেশনও দেয় এক কথায় লাইফ সেবা
- কাজকে ইজি করা
ইমেল লেখা, ডেটা সাজানো, প্রেজেন্টেশন বানানো সবকিছুতে এআই সাহায্য করে।জ
“কম সময়, বেশি কাজ” এ আই ব্যহার করে করা যায়।
- মোবাইলেও এআই
কিবোর্ডে (Gboard/Grammarly) এ আই সাজেশন থাকে।
শর্ট ভিডিও এডিট, ফটো ফিক্স সবই এ আই দিয়ে হ্যান্ডেল করা যায়।
- এআই ব্যবহার করতে শুধু দরকার
ইন্টারনেট
একটা ডিভাইস (মোবাইল/পিসি)
আর কী চাও সেটা পরিষ্কারভাবে লেখা।
এই গুলো আপনার কাছে থাকলে আপনি সহজেই এ আই ব্যবহার করে যেকোনো কাজ খুব অল্প সময়ের মধ্য সেরে ফেলতে পারবেন।
এ আই টেকনোলজি কিঃ
- ChatGPT–এর মতো স্মার্ট কথাবার্তা
- ছবি বানানো (AI Image Generation)
- ভিডিও এডিট করা
- মুখ চিনে ফেলা (Face Recognition)
- গুগল ম্যাপের মতো নেভিগেশন
- ডাক্তারদের রিপোর্ট বিশ্লেষণ
- রোবটকে কাজ শেখানো
কৃত্রিম বুদ্ধিমাত্রা অ্যাপ কিভাবে ব্যবহার করবোঃ
- আগে ঠিক করুন কোন ধরনের এআই অ্যাপ লাগবেঃ
- Chat AI (ChatGPT, Gemini, Copilot)
- Photo Editing AI (Remini, Photoshop AI)
- Video AI (CapCut AI, Runway ML)
- Voice AI (ElevenLabs, Voicer)
- Study AI (Socratic, Google Lens)
- আপনার কাজ অনুযায়ী ১টা অ্যাপ বেছে নিন।
- অ্যাপ ডাউনলোড করুনঃ
- Android → Play Store
- iPhone → App Store
- Search করুন: “AI”, “Chat AI”, “Photo AI”, “Video AI”, “AI Tools” ইত্যাদি।
- অ্যাপ ওপেন করে অ্যাকাউন্ট বানানঃ
- বেশিরভাগ AI অ্যাপে Email/Google/FB দিয়ে লগইন করতে হয়।
- লগইন করলে আপনার কাজগুলো সেভ থাকে।
- এখন যা চাইবেন লিখে বা বলে দিনঃ
- “একটা ছবি HD বানাও”
- “একটা রচনা লিখে দাও”
- “এই ভিডিওটা এডিট করে দাও”
- “এই প্রশ্নটার উত্তর দাও”
- “একটা পোস্টার ডিজাইন করে দাও”
- AI সব বুঝে কাজ করে দেবে।
- আউটপুট রিভিউ করে সেভ করুনঃ
- ছবি
- টেক্সট
- ভিডিও
- ভয়েস
- ডকুমেন্ট
- সব কিছু তৈরি করে দেবে।
এ আই দিয়ে কি কি কাজ করা যায়ঃ
এ আই কে কিভাবে প্রশ্ন করে উত্তর পাবঃ
- এআই যেন সহজে বুঝতে পারে, সেজন্য প্রশ্নটা স্পষ্টভাবে লিখতে হবে। যেমন–
- “ডিমের উপকারিতা কী?”
- “বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি?”
- যদি নির্দিষ্ট কিছু জানতে চাও, তাহলে একটু ডিটেইল দিয়ে লিখলে এআই আরও ভালো উত্তর দেবে। যেমন–
- “১০ম শ্রেণির জন্য সহজ ভাষায় পহেলা বৈশাখ নিয়ে একটা অনুচ্ছেদ দাও।”
- ৩. ভাষা নির্বাচন করো
- তুমি যে ভাষায় চাইবে, এআই সেই ভাষায়ই উত্তর দেবে। যেমন–
- “বাংলায় উত্তর দাও” লিখে দিলে বাংলােই রিপ্লাই দেবে।
- এআই রুড বা জটিল ভাষা না চাইলে আরও ভালোভাবে উত্তর দিতে পারে।
- এআই তোমার পড়াশোনা, ভ্রমণ, রেসিপি, স্বাস্থ্য-তথ্য, টেক– সব বিষয়ে প্রশ্ন বুঝতে পারে।
- যদি প্রথম উত্তরে পুরোটা না পাওয়া যায়, নতুন করে বা একটু বিস্তারিতভাবে লিখে আবার জিজ্ঞেস করো।
এ আই এর সুবিধা কি কিঃ
এ আই এর সুবিধা অনেক আছে যেটি আমরা কখনো বলে শেষ করতে পারবো না। এ আই দ্বারা আমরা আমাদের নিত্যদিনের কাজকে আরো বেশি সুবিধা করে ফেলেছি। এ আই ব্যবহার করে আমরা যদি কোন কাজ করি তাহলে কাজ দ্রুত করে, ভুল কম হয়, ২৪ ঘণ্টা কাজ করতে পারে, মানুষের কাজকে সহজ করে, অনলাইনে ইনকামের সুযোগ বাড়ায়, ডেটা হিসাব, রিপোর্ট তৈরি, বিশ্লেষণ করতে পারে, ব্যবসায় বড় সুবিধা দেয়, ডিজাইন, কনটেন্ট, মার্কেটিং, কোডিং ইত্যাদি খুব অল্প সময়ের মধ্য কাজ করতে সক্ষম।
এ আই কত প্রকারঃ
এ আই মূলত তিন প্রকার হয়ে থাকে। এটি ব্যবহার করে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। যথাঃ
- Narrow AI (Weak AI) — সীমিত ক্ষমতার আই
- এটা শুধু একটাই নির্দিষ্ট কাজ করতে পারে। যেমনঃ
- ইউটিউব রিকমেন্ডেশন
- গুগল ম্যাপ
- ফেস রিকগনিশন
- চ্যাটজিপিটি
- এটাই বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- General AI (Strong AI) — মানুষের মতো বুদ্ধিসম্পন্ন এ আইঃ
- এটা মানুষের মতো ভাবতে, শিখতে, সিদ্ধান্ত নিতে পারে।
- এখনো বাস্তবে তৈরি হয়নি, গবেষণা চলছে।
- Super AI — মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এ আইঃ
- মানুষের ক্ষমতার উপরে গিয়ে কাজ করতে পারে।
- এটা এখনও কল্পনা বা ভবিষ্যতের ধারণা।
- এআই এর আরেক ধরন (ক্ষমতা অনুযায়ী ৪ ভাগ)
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url