নার্সিং ডিপ্লোমা কি - ডিপ্লোমা নার্সিং এর আবেদন? সবকিছু নিম্নে বিস্তারিত?
আজকে আমরা জানবো যে ইন্টার পাশ করার পরে নার্সিং ডিপ্লোমা কি ও এই সাব্জেট নিয়ে পড়লে কি কি হওয়া বা করা যায়। ও তার সাথে সাথে এটাও জানবো যে ডিপ্লোমা নার্সিং এর আবেদন কিভাবে করতে হয় ও কত টাকা লাগতে পারে। আসুন জানি?
ভূমিকাঃ
আমরা ছোট কাল থেকে পড়াশুনে করার পড়ে আমাদের সামনে এমন একটা মুহূর্ত চলে আসে যে। আমাদেরকে বাছতে হয়। কিভাবে বাকি পড়াশুনা করবো কিংবা কোন ক্যাটাগরিতে পড়াশুনা করলে আমাদের ভাল হবে। অনেক ছেলে মেয়ে নার্সিং করতে আগ্রহী দেখায়। অনেক ছেলে মেয়ে অর্নাস নিয়ে পড়াশুনা করে। যেটা যার ভাল মনে হয়।
![]() |
নার্সিং-ডিপ্লোমা-কি |
তাই আসুন জেনে রাখি যে, জীবন গড়ে তোলার জন্য নার্সিং ডিপ্লোমা কি ও এটি পড়লে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। ও তার সাথে সাথে এটাও জানুন যে ডিপ্লোমা নার্সিং এর আবেদন কিভাবে করতে হয়। ও এই নার্সিং পড়তে কত টাকা-পয়সা লাগে। নিম্নে বিস্তারিত............?
নার্সিং ডিপ্লোমা কিঃ
নার্সিং ডিপ্লোমা হলো স্বাস্থ্যসেবায় দক্ষ নার্স তৈরি করার জন্য পরিচালিত একটি পেশাগত শিক্ষা কোর্স। এই কোর্সে শিক্ষার্থীদের রোগী সেবা, প্রাথমিক চিকিৎসা, ওষুধ প্রয়োগ, ইনজেকশন দেওয়া, জরুরি অবস্থা মোকাবিলা এবং হাসপাতালের নিয়মিত সেবামূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত এসএসসি বা এইচএসসি পাস করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। নার্সিং ডিপ্লোমার মেয়াদ তিন বছর, এবং এতে তাত্ত্বিক পাঠের পাশাপাশি হাসপাতালে বাস্তব প্রশিক্ষণ ও ট্রেনিং দেওয়া হয়।
এই কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র এমনকি বিদেশেও চাকরির সুযোগ পান। এটি তাদের মানবসেবার পাশাপাশি একটি স্থিতিশীল ক্যারিয়ার গড়ার পথ খুলে দেয় জীবনের।
ডিপ্লোমা নার্সিং এর আবেদনঃ
ডিপ্লোমা নার্সিং কোর্সে ভর্তি হতে প্রতি বছর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) অধীনে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। সাধারণত এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হয়। কোনো পরিক্ষায় ২.৫০ এর কম হলে চলবে না। আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, তবে সময় পরিবর্তন হতে পারে। আবেদনকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়।
ফরম পূরণ করার সময় ৫০০ টাকা লাগে আবেদনের জন্য। তার পর যোগ্য প্রার্থীদের ১০০ নম্বরের বহুনির্বাচনি পরিক্ষা হয় ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা অনুযায়ী ভর্তি করা হয়। সফলভাবে ভর্তি হলে শিক্ষার্থীরা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে পড়ার সুযোগ পান।
ডিপ্লোমা ইন নার্সিং এর কাজ কিঃ
ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করার পর একজন নার্সের মূল কাজ হলো রোগীদের সেবা প্রদান করা। তারা হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টার, ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করতে হয়। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে রোগীর রক্তচাপ, তাপমাত্রা, পালস ও শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করা, ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করা, অপারেশনের আগে ও পরে রোগীর যত্ন নেওয়া এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ রাখার দায়িত্ব।
এছাড়া জরুরি অবস্থায় রোগীর প্রাথমিক চিকিৎসা প্রদান, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাও নার্সদের কাজের অংশ। সংক্ষেপে, ডিপ্লোমা ইন নার্সিং করা একজন ব্যক্তি সমাজে মানবসেবার এক মহৎ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তারা চাইলে যেকোনো সরকারী কিংবা বেসরকারীতে কাজ করতে পারবেন।
ডিপ্লোমা ইন নার্সিং বেতন কতঃ
ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করার পর একজন নার্সের বেতন কর্মক্ষেত্র, অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশে সরকারি হাসপাতালে কর্মরত একজন ডিপ্লোমা নার্সের মাসিক বেতন সাধারণত ২২,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত হয়, যা অভিজ্ঞতা ও পদোন্নতির সাথে সাথে বেতনের পরিমাণ আরো বেড়ে যায়। আর বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে বেতন কিছুটা কম হতে পারে, তবে সেখানে অতিরিক্ত শিফট বা ওভারটাইম করলে আয় বাড়ে।
বিদেশে (বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা কানাডায়) ডিপ্লোমা নার্সদের চাহিদা অনেক, এবং সেখানে মাসিক বেতন ১,০০,000 থেকে ৩,০০,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। আর বাংলাদেশে নার্সিং এর জন্য বেতন হয় প্রায় ৩০,০০০ থেকে ১,০০,০০০ হয়ে থাকে। তাই, এই পেশা শুধু মানবসেবার সুযোগই দেয় না, বরং স্থায়ী ও সম্মানজনক আয়ের উৎসও তৈরি করতে মানুষকে শিখিয়ে দেয়।ডিপ্লোমা ইন নার্সিং কলেজের তালিকাঃ
নার্সিং ডিপ্লোমা করার জন্য বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইন নার্সিং (Nursing Science & Midwifery / Diploma in Nursing & Midwifery) কলেজ ও ইনস্টিটিউটের তালিকা দেওয়া হলো।
- সরকারি / সরকার অনুমোদিত নার্সিং কলেজ ও ইনস্টিটিউট
- Dhaka Nursing College, ঢাকা
- Chittagong Nursing College, চট্টগ্রাম
- Rajshahi Nursing College, রাজশাহী
- Mymensingh Nursing College, ময়মনসিংহ
- Fouzderhat Nursing College, ফৌজদরহাট, চট্টগ্রাম
- Khulna Nursing College, খুলনা
- Bogura Nursing College, বগুড়া
- Bandarban Nursing College, বান্দরবান
- বেসরকারি / প্রাইভেট নার্সিং কলেজ ও ইনস্টিটিউট
- Enam Nursing College, সাভার, ঢাকা
- Grameen Caledonian College of Nursing (GCCN)
- Anwer Khan Modern Nursing College, ধানমন্ডি, ঢাকা
- United collage of narsing, গুলশান, ঢাকা
- Universal Nursing College (UNC), ঢাকা
- Mitu Nursing College, পাবনা
- North East Nursing College, সিলেট অঞ্চলে
এই নামগুলো দিয়ে আপনি নার্সিং কলেজগুলোর একটি ধারণা পেতে পারেন। যাতে করে আমি সহজে নির্ধারণ করতে পারেন যে আপনার জন্য কোন কলেজ ভাল হবে পড়াশুনা করার জন্য।
ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি কিঃ
ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি একটি পেশাগত শিক্ষা কোর্স, যা মূলত নার্স ও ধাত্রী (Midwife) তৈরি করার জন্য পরিচর্যা করা হয়। এই কোর্সে শিক্ষার্থীদের রোগী সেবা, মাতৃস্বাস্থ্য, শিশুর যত্ন, প্রসবকালীন পরিচর্যা এবং হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত এই কোর্সের মেয়াদ তিন বছর, যেখানে প্রথম দুই বছর মৌলিক নার্সিং ও মিডওয়াইফারি বিষয় পড়ানো হয় এবং শেষ বছরে প্র্যাকটিকাল ও ক্লিনিক্যাল হাতে ধরে ট্রেনিং করানো হয়।
এই কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টার এবং এনজিওতে চাকরি করতে পারেন। নারীদের জন্য এটি একটি সম্মানজনক ও সেবাধর্মী পেশা, যা দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন পড়াশুনার ক্ষেত্রে নার্সিং ডিপ্লোমা কি ও এটি পরে কি কি পদক্ষেপ নিতে পারবেন। ও তার সাথে সাথে এটাও জানলেন যে ডিপ্লোমা নার্সিং এর আবেদন কিভাবে করে।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............... www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url