বাংলাদেশের বড় নদী কয়টি - বাংলাদেশের ছোট নদী কয়টি? জেনে নিন বিস্তারিত?

আজকে আমরা জানবো যে আমাদের বাংলাদেশের বড় নদী কয়টি আছে ও কি কি নামে আমরা এই নদীগুলোকে ডেকে থাকি। ও তার সাথে সাথে এটাও জানবো যে বাংলাদেশের ছোট নদী কয়টি ও কোনদিকে এই নদীগুলো প্রহাবিত হয়। আসুন জানি? 

ভূমিকাঃ

আমাদের বাংলাদেশে অনেক গুলো নদী রয়েছে যেগুলোর মধ্য আমাদের কিছু কিছু নদী জানাশুনা আছে। আর বাকিগুলো আমরা জানি না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নদীর নাম জানতে চাই কিছু মানুষ কিংবা পরিক্ষার ক্ষেত্রে।

বাংলাদেশের-বড়-নদী-কয়টি
বাংলাদেশের-বড়-নদী-কয়টি         

তাই আসুন জেনে রাখি যে, আমাদের বাংলাদেশের বড় নদী কয়টি ও কি কি আছে যেগুলো থেকে আমরা আজ পর্যন্ত অজানা আছি। ও তার সাথে সাথে এটাও জানুন যে বাংলাদেশের ছোট নদী কয়টি আছে বর্তমানে। নিম্নে বিস্তারিত......?

বাংলাদেশের বড় নদী কয়টিঃ

বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে অসংখ্য নদী রয়েছে। তবে বড় নদীগুলোর মধ্যে প্রায় ৭০০ টিরও বেশি নদী আছে, যার মধ্যে প্রধান বড় নদীর সংখ্যা ৪৩০টির কাছাকাছি। এর মধ্যে অনেক নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় এবং বর্ষায় প্রাণ ফিরে পায়। বাংলাদেশের প্রধান বড় নদী ৩টি, যেগুলোকে মেজর রিভার সিস্টেম” বলা হয়।

  • গঙ্গা (পদ্মা
  • ব্রহ্মপুত্র (যমুনা)
  • মেঘনা
  • পদ্মা
  • কর্ণফুলি
  • শীতলক্ষ্যা

বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে শত শত নদী থাকলেও মূলত ৩টি প্রধান নদী পানি উন্নয়ন বোর্ড রিসার্চ করে পেয়েছে ৪০৫টি নদীর নাম।

বাংলাদেশের ছোট নদী কয়টিঃ

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা অনেক বেশি। কিন্তু রিসার্চ সেন্টার তথ্য অনুসারে, এখনো খুঁজে পায় নি যে মোট কতগুলো নদী আছে আমাদের বাংলাদেশে। বিভিন্ন জরিপ অনুযায়ী দেশে প্রায় ৭০০টির মতো নদী রয়েছে। এর মধ্যে বড় নদীর সংখ্যা প্রায় ৫০টির মতো, আর বাকিগুলোকে ছোট নদী বলা হয়। আসলে ছোট নদী বলতে ছোট নদী না যার আকার ও প্রবাহ আছে। তাকে নদী ধরায়। তার মধ্য কিছু নদীর নাম হলো।

  • টংকার নদী
  • ঝাউঝিয়া নদী
  • বরানগ নদী
  • নাগর নদী
  • ভৈরব নদী
  • ধলেশ্বরী নদী (বর্তমানে শাখা আকারে ছোট নদী)
  • কালীগঙ্গা নদী
  • করালিয়া নদী
  • পিঙ্গলা নদী
  • তুরাগ নদী

ছোট নদীগুলো মূলত স্থানীয়ভাবে প্রবাহিত হয় এবং কৃষি, মৎস্য ও স্থানীয় পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটিঃ

বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা নদী। যেটি বিশ্বের নামকরা হিমালয় পাহাড় থেকে উৎপন্ন যার দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিলোমিটার ধরা হয়ে থাকে। এই নদীর নাম বাংলাদেশের প্রত্যেক মানুষের মুখে মুখে থাকে। কেননা এই নদী দেখলে মানুষের প্রাণ জুড়ায়। চোখ শান্তি ও মনে আনন্দ লাগে। এই পদ্মা নদীর তীরে বাংলাদেশের প্রিয় শহর রাজশাহী অবস্থিত। যেটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এই সেই নদীর ভিইউ দেখতে।

বাংলাদেশের বৃহত্তম নদী কোনটিঃ

বাংলাদেশের বৃহত্তম নদী বলতে বোঝানো হয়েছে যে গভীরতার দিক দিয়ে মেঘমা নদীকে বোঝানো হয়। যে কারণে মেঘনা নদীকে বৃহতর নদী বলা হয়। পদ্মা নদীর শাখা হচ্ছে মেঘনা নদী যেটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করে থাকে। বাংলাদেশের বৃহতম নদী হিসাবে মেঘনা পরিচিত।

বাংলাদেশের ৩০টি নদীর নামঃ

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে প্রায় ৭০০টিরও বেশি নদী রয়েছে। যেটি আমাদের পুরো বাংলাদেশ জুড়ে আবৃত্ত। নিচে বাংলাদেশের পরিচিত ৩০টি নদীর নাম দেওয়া হলোঃ

  1. পদ্মা
  2. মেঘনা্রর
  3. যমুনা
  4. ব্রহ্মপুত্
  5. কর্ণফুলি
  6. তিস্তা
  7. গড়াই
  8. আড়িয়াল খাঁ
  9. কীর্তনখোলা
  10. মনু
  11. কুশিয়ারা
  12. সুরমা
  13. নবগঙ্গা
  14. ধলেশ্বরী
  15. শীতলক্ষ্যা
  16. বংশী
  17. বুড়িগঙ্গা
  18. আত্রাই
  19. ছোট যমুনা
  20. মহানন্দা
  21. ফেনী
  22. দুধকুমার
  23. মধুমতি
  24. পাগলা
  25. শঙ্খ
  26. ধনাই
  27. পায়রা
  28. ইছামতি
  29. টংকাবতী
  30. গোমতী

এই নদীগুলো দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত এবং কৃষি, মৎস্য, পরিবহন ও মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত।

বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটিঃ

বাংলাদেশের প্রশস্ততম নদী হলো মেঘনা নদী। এই মেঘনা নদী স্রেততরে গভীরতম নদী দ্বারা কুশিয়ারা নদীর সাথে মিশে একটা নাম পেয়েছে তার নাম মেঘনা নদী। এই নদী বাংলাদেশের সবচেয়ে গভীর ও নাব্যতম একটি নদীর মধ্য পড়ে। এই মেঘনা নদী আন্তর্জাতিক নৌ- ব্যবসার ও বাণিজ্যের কাজে আসে। এই মেঘনা নদী রিসার্চ করে দেখে গেছে যে এর গভীরতা প্রায় 1,012 ফুট (308 মিটার) এবং এর সর্বোচ্চ গভীরতা 1,620 ফুট (490 মিটার) পর্যন্ত খোঁজ পাওয়া গেছে।

বাংলাদেশের জাতীয় নদীর নামঃ

বাংলাদেশে লিখিত ভাবে কোনো জাতীয় নদীর নাম উল্লেখ করা নেই। কিন্তু বাংলাদশে কিছু নদী আছে। জেটিকে আমরা বড় বা জাতীয় হিসাবে ধরতে পারি। এর মধ্য থাকবে পদ্মা, মেঘনা, যমুনা, ও ব্রহ্মপুত্র নদী। এই নদী গুলো বাংলাদেশের সেরা নদী হিসাবে উল্লেখিত করে। এই নদী গুলো একজন আরেকজনের সাথে সম্পর্কিত আছে। পদ্মা নদী বাংলাদেশের দীর্ঘতম নদী হিসাবে ধরা হয়। যা বাকি নদীর থেকে অন্যতম। মেঘনা নদীকে প্রধান নদী বলা হয়। এই সব নদ-নদী নিয়ে আমাদের বাংলাদেশ পরিচিত।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের বড় নদী কয়টি ও কি কি আছে। ও তার সাথে সাথে এটাও জানলেন যে বাংলাদেশের ছোট নদী কয়টি ও কি কি আছে।

প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইল ভিজিট করুন.................. www.stylishsm.com



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url