বাংলাদেশে কয়টি উপজেলা আছে - বাংলাদেশে কয়টি থানা আছে? বিস্তারিত জেনে নিন?

আজকে আমরা জানবো যে আমাদের ছোট এই বাংলাদেশে কয়টি উপজেলা আছে ও কিভাবে এই উপজেলা কাজ করিয়ে থাকে। ও তার সাথে সাথে এটাও জানবো যে বাংলাদেশে কয়টি থানা আছে। ও এই থানার কাজ কি। আসুন জানি?  

ভূমিকাঃ

আমরা বাংলাদেশে বসবাস করে থাকি কিন্তু এই রকম অনেক মানুষ আছে যারা বাংলাদেশে কয়টা কি আছে সেটি সঠিক ভাবে জানে না। কেননা এই গুলো জানা খুবই দরকার হয়ে থাকে। এই গুলো প্রশ্ন আকারে বিভিন্ন জাইগায় আসে।

বাংলাদেশে-কয়টি-উপজেলা-আছে
বাংলাদেশে-কয়টি-উপজেলা-আছে    

তাই আসুন জেনে রাখি যে, সাধারণ জ্ঞানের জন্য আমরা আমাদের বাংলাদেশে কয়টি উপজেলা আছে ও কোথায় কোথায় আছে পড়ুন। ও তার সাথে সাথে এটাও জানুন যে বাংলাদেশে কয়টি থানা আছে ও থানার কাজ কি। নিম্নে বিস্তারিত.........?

বাংলাদেশে কয়টি উপজেলা আছেঃ

বাংলাদেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। যা প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তর, যা ৬৪টি জেলা ও ইউনিয়নের মধ্যে অবস্থিত। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থাকেন, যিনি সরকারের প্রতিনিধি হিসেবে উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কাজ পরিচালনা করেন। উপজেলা পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় উন্নয়নের নানা কার্যক্রম পরিচালিত হয়। জেলার মধ্য মাদারীপুরের ডাসার,কক্সবাজারের ঈদ্গাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর বিবেচিত।

বাংলাদেশে কয়টি থানা আছেঃ

বাংলাদেশে বর্তমানে মোট ৬৫০টিরও বেশি থানা (পুলিশ স্টেশন) রয়েছে। থানাকে এখন অনেক জায়গায় উপজেলা বা থানা প্রশাসনিক এলাকা হিসেবেও ধরা হয়। থানার মূল কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটি থানার অধীনে নির্দিষ্ট কয়েকটি ইউনিয়ন বা ওয়ার্ড থাকে এবং একজন অফিসার ইনচার্জ (ওসি) থানার দায়িত্বে থাকেন। এর মধ্য রয়েছে রেলওয়ে থানাও রয়েছে।

বাংলাদেশে কয়টি জেলা আছেঃ

বাংলাদেশে বর্তমানে মোট ৬৪টি জেলা রয়েছে। প্রতিটি জেলা আবার কয়েকটি উপজেলা ও থানায় বিভক্ত, আর প্রতিটি জেলার প্রশাসনিক প্রধান হলেন জেলা প্রশাসক (ডিসি)। জেলার মাধ্যমে দেশের প্রশাসনিক কাজ পরিচালনা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশের ৮টি বিভাগে এই ৬৪টি জেলা বিস্তৃত হয়ে আছে এবং প্রতিটি জেলার রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও বৈশিষ্ট্য।

বাংলাদেশের ৪৯৫ তম উপজেলা কোনটিঃ

বাংলাদেশে “৪৯৫তম উপজেলা” হলো নামকরা কক্সবাজারের ঈদ্গাঁও উপজেলা হিসাবে ধরা হয়। এই উপজেলা গুলো হচ্ছে বাংলাদেশের সর্বশেষ উপজেলার মধ্য একটি। তথ্যমতে দেশের মোট উপজেলা সংখ্যা ৪৯৫। এটি বাংলাদেশের প্রশাসনিকভাবে সংযোজন গুলোর মধ্য একটি হাইলাইট।

উপজেলা ও থানার মধ্য পার্থক্য কিঃ

আমাদের দেশে উপজেলা ও থানা নিয়ে আমাদের সব ধরনের নিয়ম কানুন ব্যাধিত করা হয়েছে। বাংলাদেশে প্রশাসনিক কাঠামোতে উপজেলা এবং থানা দুটি ভিন্ন ধরণের ইউনিট হলেও অনেক ক্ষেত্রে এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। একটি শহরে ভৌগোলিক স্থায়ী উপজেলা থাকে। যেখানে কিছু নির্বাহী অফিসার থাকে। যে উপজেলার কার্যকম পরিচালনা করে থাকেন। অন্যদিকে, থানা হচ্ছে যে পুলিশিদের ইউনিট ধরলে থানার ইনচার্জ অফিসার থাকেন যিনি থানার কাজকাম পরিচালনা করেন।

  • উপজেলার কাজঃ

  1. এটি মূলত একটি প্রশাসনিক একক ও স্থায়ীয় সরকার পরিচালনার একটি অংশ।
  2. উপজেলা হলো জেলার অধীনে থাকা প্রশাসনিক স্তর।
  3. এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকেন যিনি সরকারের প্রতিনিধি হিসেবে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করেন।
  4. উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এটি পরিচালিত হয়।
  5. বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে।

  • থানার কাজঃ

  1. এটি মূলত একটি পুলিশ প্রশাসনিক এলাকা ও তারা ইউনিট হিসাবে কাজ করে।
  2. থানার কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
  3. প্রতিটি থানার দায়িত্বে থাকেন একজন অফিসার ইনচার্জ (ওসি)।
  4. আগে থানা ছিল প্রশাসনিক একক, কিন্তু ১৯৮২ সালে উপজেলা ব্যবস্থা চালু হওয়ার পর থেকে থানা মূলত পুলিশি এলাকা হিসেবে পরিচিত।

উপজেলা হলো প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের কেন্দ্র, আর থানা হলো আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করার জন্য পুলিশ প্রশাসনিক কেন্দ্র।

বাংলাদেশের ৬৪ জেলার নাম কি কিঃ

বাংলাদেশে মোট ৮টি বিভাগ এবং ৬৪টি জেলা রয়েছে। নিচে বিভাগভিত্তিক জেলার নাম দেওয়া হলো পড়ে নিন?

  1. ঢাকা
  2. গাজীপুর
  3. নারায়ণগঞ্জ
  4. মানিকগঞ্জ
  5. মুন্সিগঞ্জ
  6. নরসিংদী
  7. টাঙ্গাইল
  8. কিশোরগঞ্জ
  9. ফারিদপুর
  10. রাজবাড়ী
  11. গোপালগঞ্জ
  12. মাদারীপুর
  13. শরীয়তপুর
  14. চট্টগ্রাম
  15. কক্সবাজার
  16. রাঙ্গামাটি
  17. খাগড়াছড়ি
  18. বান্দরবান
  19. ব্রাহ্মণবাড়িয়া
  20. কুমিল্লা
  21. চাঁদপুর
  22. ফেনী
  23. নোয়াখালী
  24. লক্ষ্মীপুর
  25. রাজশাহী
  26. নাটোর
  27. নওগাঁ
  28. চাঁপাইনবাবগঞ্জ
  29. পাবনা
  30. সিরাজগঞ্জ
  31. বগুড়া
  32. জয়পুরহাট
  33. খুলনা
  34. যশোর
  35. নড়াইল
  36. মাগুরা
  37. ঝিনাইদহ
  38. কুষ্টিয়া
  39. মেহেরপুর
  40. চুয়াডাঙ্গা
  41. সাতক্ষীরা
  42. বাগেরহাট
  43. বরিশাল
  44. পটুয়াখালী
  45. ঝালকাঠি
  46. ভোলা
  47. বরগুনা
  48. পিরোজপুর
  49. সিলেট
  50. মৌলভীবাজার
  51. হবিগঞ্জ
  52. সুনামগঞ্জ
  53. রংপুর
  54. দিনাজপুর
  55. ঠাকুরগাঁও
  56. পঞ্চগড়
  57. নীলফামারী
  58. লালমনিরহাট
  59. কুড়িগ্রাম
  60. গাইবান্ধা
  61. ময়মনসিংহ
  62. শেরপুর
  63. জামালপুর
  64. নেত্রকোনা

এই হলো মোট ৬৪টি জেলা ভাগ করা হয়েছে। আর এইগুলো আমাদের বাংলাদেশের সব জেলা।

বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটিঃ

বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো মেহেরপুর। মেহেরপুর জেলা খুলনা বিভাগে অবস্থিত। এর আয়তন মাত্র প্রায় ৭১৬ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের সব জেলার মধ্যে সবচেয়ে ছোট। এই জেলার মোট উপজেলা সংখ্যা ৩টি – মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর।

মুক্তিযুদ্ধের ইতিহাসে মেহেরপুরের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। তাই আয়তনের দিক থেকে মেহেরপুরই বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন আমাদের দেশের ক্ষেত্রে বাংলাদেশে কয়টি উপজেলা আছে। ও তার সাথে সাথে এটাও জানলেন যে বাংলাদেশে কয়টি থানা আছে ও থানার কাজ কি।

প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন.................. www.stylishsm.com



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url