চাকরী কিভাবে খুঁজতে হয় - দ্রুত চাকরী পাওয়ার উপায়? জেনে নিন বিস্তারিত?
আজকে আমরা জানবো যে একটা জীবন নির্ধারণ করার জন্য চাকরী কিভাবে খুঁজতে হয় ও কি কি প্রকল্প নিতে হয় চাকরীর জন্য। ও তার সাথে সাথে এটাও জানবো যে দ্রুত চাকরী পাওয়ার উপায় গুলো কি কি হয়ে থাকে সরকারের ক্ষেত্রে। আসুন জানি?
ভূমিকাঃ
আজকের দিনে দেখুন সবাই কমবেশি একটা চাকরীর খোজে থাকে যেন তার জীবনে সে কিছু ক্ষেত্রে হলেও ভাল করে দিন কাটাতে পারে। এই জন্য চাকরীর মান বিপল হাড়ে বেড়েছে। মানুষ একটা চাকরীর জন্য দিনরাত কষ্ট করে থাকে।
তাই আসুন জেনে রাখি যে, চাকরীর জন্য কি করা উচিত আপনার ও চাকরী কিভাবে খুঁজতে হয় ও কি কি পদক্ষেপ রয়েছে চাকরীর জন্য। ও তার সাথে সাথে এটাও জানুন যে দ্রুত চাকরী পাওয়ার উপায় কি ও কিভাবে নিতে হয়। নিম্নে বিস্তারিত......?
চাকরী কিভাবে খুঁজতে হয়ঃ
চাকরি খুঁজে পাওয়া আজকের দিনে অনেকটাই সহজ, তবে এর জন্য সঠিক পথ ও কৌশল জানা জরুরি। আপনি কোন কাজে ভালো, কোন বিষয়ে পড়াশোনা করেছেন বা কোন দক্ষতা আছে তা ঠিক করুন। যেমন – কম্পিউটার, হিসাবরক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, লেখালিখি, মার্কেটিং ইত্যাদি। চাকরির জন্য একটি সুন্দরভাবে সাজানো বায়োডাটা বা সিভি তৈরি করতে হবে। যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও যোগাযোগের তথ্য থাকতে হবে।
আজকের দিনে শুধু চেষ্টা করলে হয় না বরং আপনার কড়া কিছু লিংক রাখতে হবে। যে আপনার জন্য লড়াই করতে পারে। আত্মীয়-স্বজন, বন্ধু বা পরিচিতদের মাধ্যমে চাকরির খোঁজ পাওয়া যায়। তাই সম্পর্ক বজায় রাখুন সবার সাথে। সরকারী চাকরীর জন্য আপনাকে সংবাদ পত্র পড়তে হবে আর দেখতে হবে যে কোথায় সরকারী লোক নিচ্ছে।
চাকরির জন্য ডাক পেলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউতে যান। যাতে করে আপনার অভিজ্ঞতা বাড়ে। চাকরি খুঁজতে হলে দক্ষতা + ভালো সিভি + অনলাইন ও অফলাইন প্রচেষ্টা—এই তিনটির সমন্বয় রাখা জরুরি।
দ্রুত চাকরী পাওয়ার উপায়ঃ
দ্রুত চাকরি পেতে হলে শুধু চেষ্টা করলেই হয় না, বরং সঠিক কৌশল অবলম্বন করা জরুরি। কেননা আজকের দিনে সব মানুষের চাকরী দরকার । তাই নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলোঃ
- নিজের দক্ষতা যাচাই করুনঃ
কোন কাজ আপনি ভালো পারেন সেটি আগে বুঝতে হবে। অযথা সব জায়গায় আবেদন না করে নিজের যোগ্যতার সাথে মিল আছে এমন চাকরিতেই আবেদন করুন।
- আকর্ষণীয় সিভি (CV) বানানঃ
সংক্ষিপ্ত, পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো একটা সিভি তৈরি করুন। নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করতে হলে সিভিতে প্রয়োজনীয় তথ্যই শুধু রাখুন। বাকিটা ভাইভার জন্য প্রস্তুতি রাখুন।
- অনলাইন জব পোর্টাল ব্যবহার করুনঃ
দ্রুত চাকরি পেতে bdjobs.com, chakri.com, LinkedIn, Indeed ইত্যাদিতে প্রতিদিন খোঁজ রাখুন এবং বেশি বেশি আবেদন করুন। যাতে সব দিকে আপনার চেষ্ট থাকে।
- নেটওয়ার্কিং (Networking) করুনঃ
পরিচিত মানুষ, বন্ধু বা আত্মীয়দের জানান যে আপনি চাকরি খুঁজছেন। অনেক সময় পরিচয়ের মাধ্যমেই দ্রুত চাকরি পাওয়া যায়। তাই লজ্জা না করে চাকরীর বিষয়ে সবাইকে জানিয়ে রাখুন।
- ইন্টারভিউর প্রস্তুতি নিনঃ
চাকরির ডাক পেলে ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। ভালো যোগাযোগ দক্ষতা দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।
- স্বল্প মেয়াদি কোর্স করুনঃ
কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি ছোট কোর্স করলে সহজেই চাকরি পাওয়া যায় অনলাইনের মাধ্যমে। তাই সব দিকে খেয়াল রাখুন।
- ছোট থেকে শুরু করুনঃ
বড় চাকরির অপেক্ষায় না থেকে প্রথমে ছোট চাকরি বা ইন্টার্নশিপ দিয়ে শুরু করুন। পরে অভিজ্ঞতার মাধ্যমে ভালো চাকরি পাওয়া সহজ হয়ে যাবে। চাকরী পাওয়াটা মানুষের কাছে ফ্যাট এখনকার যুগে।
তাই চাকরী নিতে হলে আপনাকে ভাল মানুষ হতে হবে। পড়াশুনা জানতে হবে। নিজের একটা ডেটা বা পরিচয় তৈরি করতে হবে। সবার সাথে ওঠা বসা করা লাগবে, লজ্জা ছাড়া কথা বলতে হবে। চাকরী জীবনে নিজের মুখে সব সময় একটু মুচকি হাঁসি রেখে কথা বলতে হবে।
চাকরি পাওয়ার দোয়াঃ
চাকরি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ। কুরআন ও হাদিসে এমন অনেক দোয়া রয়েছে যা জীবিকার জন্য পড়তে বলা হয়েছে। চাকরির ক্ষেত্রে নিচের দোয়াগুলো পড়তে পারেন। নিজের জীবন গড়ে তোলার জন্য।
"রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির"
অর্থঃ হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে কল্যাণ নাযিল করবে আমি তার মুখাপেক্ষী। হে আল্লাহ্ আমি আপনার কাছে অনুগ্রহ প্রর্থনা করছি।
- সাধারণ দোয়া
আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন্ন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থঃ হে আল্লাহ! তুমি হালাল রিজিকের মাধ্যমে আমাকে যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার ছাড়া আর কারও মুখাপেক্ষী করো না।
এই দোয়াগুলোর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দোয়া ও দারুদ শরীফ বেশি বেশি পড়া এবং আল্লাহর উপর ভরসা রাখাই হলো চাকরি পাওয়ার আসল উপায়।
সরকারী চাকরী পাওয়ার টোটকাঃ
সরকারি চাকরি পাওয়া সহজ নয়, এর জন্য কঠোর পরিশ্রম, প্রস্তুতি ও ধৈর্য দরকার। তবে পাশাপাশি কিছু ইসলামি আমল ও জীবনধারার পরিবর্তন আল্লাহর রহমত পাওয়ার দরজা খুলে দিতে পারে। সরকারী চাকরী নিতে হলে আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি আল্লাহ্ হোক কিংবা ভগবান নিজের উপরআলার উপরে বিশ্বাস ও অসস্থা রাখতে হবে।
নামাজ পড়ার সময় বলতে পারেন “হে আল্লাহ! আমাকে হালাল, সহজ ও সম্মানজনক সরকারি চাকরি দাও। কিংবা গনেশ ঠাকুরের নাম গপ করতে পারে। যার উদ্দেশ্য হোক কিন্তু চাকরী যেন হোক। দোয়ার পাশাপাশি আপনাকে চাকরীর জন্য পরিক্ষা দিতে হবে। ভাইভার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে। মা-বাবার দোয়া জীবনে বরকত আনে
তাই তাদের খুশি রাখুন এবং তাদের দোয়া নিয়ে চাকরির প্রস্তুতি নিন। এই গুলো গুণ আপনার মধ্য থাকলে উপরআলায় আপনাকে আপনার মনের জিনিস দিতে বাধ্য থাকবে। কিন্তু যেটাই চাইবেন নিঃস্বার্থে ও মন থেকে চাইবেন।
বাংলাদেশে চাকরী খোঁজার সাইটঃ
চাকরী কিভাবে খুঁজতে হয় তার জন্য বিভিন্ন দিক রয়েছে। এখানকার দিনে চাকরী একটা প্রয়োজনীয় দিক হয়েগেছে। বাংলাদেশে চাকরি খোঁজার জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। এগুলোতে প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ চাকরির সাইটের নাম দেওয়া হলো পড়ে নিন কাজে দিবেঃ
- BDJobs.com – বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় চাকরির ওয়েবসাইট।
- Chakri.com – বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়।
- Prothom Alo Jobs (jobs.prothomalo.com) – প্রথম আলো পত্রিকার চাকরি বিজ্ঞপ্তি।
- Kormo Jobs (Google-এর প্ল্যাটফর্ম) – সহজে চাকরি খোঁজার অ্যাপ ও ওয়েবসাইট।
- Job.com.bd – বিভিন্ন বেসরকারি ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়।
- Everjobs.com.bd – আন্তর্জাতিক মানের একটি চাকরির সাইট।
- BdJobstoday.com – সরকারি, বেসরকারি ও এনজিও চাকরির তথ্য পাওয়া যায়।
- Alljobsbd.com – বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়।
- LinkedIn.com – আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হলেও বাংলাদেশেও চাকরি খোঁজার জন্য অনেক উপযোগী।
- GovtJobCircular.com – শুধুমাত্র সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য।
আপনি যদি এই প্ল্যাটফর্মে নিয়োজিত থাকেন কিংবা এই গুলোতে আবেদনের চেষ্টা চালিয়ে জান। তাহলে দেখবেন এক সময় গিয়ে আপনি অবশ্যই জয় প্রাপ্তি করবেন।
সরকারি চাকরির জন্য পড়াশোনাঃ
চাকরী হোক কিংবা জীবনে আগানোর জন্য পড়াশুনা অবশ্যই দরকার। কেননা পড়াশুনা হচ্ছে একটা জীবনের চাবিকাঠি। এই পড়াশুনা আপনার জীবনের সব ক্ষেত্রেই কাজে দিবে। সরকারি চাকরির জন্য পড়াশোনা ধৈর্য, পরিশ্রম ও নিয়মিত অভ্যাসের উপর নির্ভর করে। প্রথমেই পরীক্ষার সিলেবাস ভালোভাবে বুঝে নিতে হয় এবং সেই অনুযায়ী পড়াশোনার পরিকল্পনা তৈরি করতে হয়।
সাধারণ জ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি এবং বিষয়ভিত্তিক প্রশ্নে দক্ষতা অর্জন করা জরুরি। পাশাপাশি বিসিএস এর প্রশ্নের উত্তর গুলো দেখতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা, আগের বছরের প্রশ্নপত্র সমাধান করা এবং মডেল টেস্ট দেওয়া খুবই উপকারী। পাশাপাশি পত্রিকা, সাম্প্রতিক ঘটনা ও সাধারণ তথ্য সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
নিয়মিত অনুশীলন, মনোযোগ এবং আত্মবিশ্বাস থাকলে সরকারি চাকরির জন্য প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়। ও জীবন গড়ার জন্য নিজের ভেতর থেকে একটা কনফিডেন্স আসে।
চাকরী শব্দের অর্থ কিঃ
চাকরী শব্দের অর্থ হলো যেকোনো কাজকে বোঝায়। হোক সেটা সরকারী কিংবা বেসরকারি। কাজের জাইগাই সব সমান থাকে। কাজ হল একটি পেশা বা কর্মসংস্থান যেখানে আপনি অন্য জনের জন্য কিংবা কোনো প্রতিষ্ঠানের জন্য কাজের প্রতি হেল্প বা কর্তব্য পালন করে থাকেন। এই ধরনের কাজগুলোকে চাকরীর নাম দেওয়া হয়। যা একজন সরকারী লোক সেবা প্রদান করে থাকে তার ডিপারমেন্ট বা জনগণের জন্য।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন চাকরীর ক্ষেত্রে চাকরী কিভাবে খুঁজতে হয় বাইরে কিংবা অনলাইনে। ও তার সাথে সাথে এটাও জানলেন যে দ্রুত চাকরী পাওয়ার উপায় কি।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............... www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url