নাসা কোন দেশে অবস্থিত - নাসার মালিক কে? জেনে নিন বিস্তারিত?

আজকে আমরা জানবো যে মহাকাশের রাজা নাসা কোন দেশে অবস্থিত ও নাসা কিভাবে রিসার্চ করে থাকে মহাকাশের। ও তার সাথে সাথে এটাও জানুন যে নাসার মালিক কে ও এটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ও কোন ব্যাক্তি করেছিল এই নাসা গ্রুপ। আসুন জানি?

ভূমিকাঃ

নাসা বলতে আমাদের মনে আসে মহাকাশের কথা ও মহাকাশের রিসার্চের কথা। আমরা সকলেই জানি যে এই নাসা গ্রুপ মহাকাশের রিসার্চ করে থাকে। মহাকাশে যে গুলো আমরা পড়ি অথবা দেখি সব কিছুই নাসা দ্বারা প্রচালিত করা হয়েছে।

নাসা-কোন-দেশে-অবস্থিত
নাসা-কোন-দেশে-অবস্থিত   
তাই আসুন জেনে রাখি যে মহাকাশের বিষয়ে জানতে হলে কি কি করতে হয় কিংবা এই নাসা কোন দেশে অবস্থিত ও এর পরিকল্পনা কি। ও তার সাথে সাথে এটাও জানুন যে এই নাসার মালিক কে ও এর অবস্থান কেমন রয়েছে বর্তমানে। নিম্নে বিস্তারিত......।

নাসা কোন দেশে অবস্থিতঃ

নাসা (NASA) বা National Aeronautics and Space Administration হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষণা সংস্থা। এটি মূলত আমেরিকার রাজধানী ওয়াশিংটন সদর দপ্তর ডিসি-তে  অবস্থিত এবং কি এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এর গবেষণা কেন্দ্র হিসাবে পরিচিত। নাসা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে মহাকাশ গবেষণা, চাঁদে মানুষের পদচারণা, স্যাটেলাইট উৎক্ষেপণ, মঙ্গল গ্রহ অনুসন্ধানসহ মহাকাশবিজ্ঞানের নানা ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বর্তমানে নাসা যুক্তরাষ্ট্রের গর্বিত একটি প্রতিষ্ঠান, যা সারা বিশ্বে মহাকাশ গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে নাসা।

নাসার মালিক কেঃ

নাসার কোনো প্রতিষ্ঠান নয় এবং কি এর কোনো নির্দিষ্ট মালিক নেই। এটি যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা। নাসার সম্পূর্ণ নাম হলো National Aeronautics and Space Administration। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর তত্ত্বাবধান করে যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহী শাখা। যেটি সরকার নিজেই পরিচালনা করে থাকেন। অর্থাৎ নাসার “মালিক” হলো আমেরিকার সরকার ও জনগণ।

নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিলঃ

নাসা প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম ২৯ জুলাই ১৯৫৮ আবৃত দ্বারা অ্যারোটিক্স এন্ড স্পে অ্যাক্ট স্বাক্ষর দ্বারা এর নির্মিত কাজ শুরু করা হয়। এটি যুক্তরাষ্ট্রে গঠিত হয় মহাকাশ গবেষণা, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং মহাকাশ অভিযানের জন্য। সোভিয়েত ইউনিয়নের মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র দ্রুত নাসা প্রতিষ্ঠা করে। নাসার পুরো নাম হলো National Aeronautics and Space Administration।

নাসা কোন দেশের সংস্থাঃ

নাসা (NASA) হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration। নাসা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত। এটি মহাকাশ গবেষণা, স্যাটেলাইট তৈরি, চাঁদ ও মঙ্গল অভিযানের মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কার্যক্রম প্রোগ্রাম পরিচালনা করে থাকে।

নাসা কোন দেশের মহাকাশের গবেষণা সংস্থাঃ

নাসা (NASA) হলো যুক্তরাষ্ট্রের মহাকাশের স্বাধীন সরকারী গবেষণা সংস্থা। এর পূর্ণ নাম হলো National Aeronautics and Space Administration। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই মহাকাশে অনুসন্ধান, গ্রহ-উপগ্রহ গবেষণা, স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণসহ মহাকাশ সম্পর্কিত নানা বৈজ্ঞানিক কাজে নিয়োজিত রয়েছে নাসা। এক কথায় বলতে গেলে মহাকাশে যা হবে সব কিছু নাসা দ্বারাই করা হবে।

নাসা কি ধরনের প্রতিষ্ঠানঃ

নাসা (NASA) হলো যুক্তরাষ্ট্র সরকারের অধীনে পরিচালিত একটি বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠান। এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration। এটি মূলত মহাকাশ, বিমান প্রযুক্তি, গ্রহ-উপগ্রহ গবেষণা, স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণসহ মহাকাশ সম্পর্কিত নানা বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করে।

নাসা-কি-ধরনের-প্রতিষ্ঠান

নাসা একটি সরকারি সংস্থা (Government Agency), যার কাজ হলো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি করাই হলো নাসার উদ্দেশ্য।

নাসা কোন দেশের বিজ্ঞনীঃ

নাসা (NASA) কোনো নির্দিষ্ট বিজ্ঞানী নয়, বরং এটি হলো যুক্তরাষ্ট্রের (আমেরিকার) মহাকাশ গবেষণা সংস্থা। এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration। নাসার অধীনে হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষক কাজ করেন। তাদের মধ্য অনেক দল আছে ভারতীয়। যারা নাসা গ্রুপে কাজ করে থাকে। তারা সবাই মিলে মহাকাশ গবেষণা, স্যাটেলাইট, রকেট, চাঁদ ও মঙ্গল অভিযানের মতো কাজ পরিচালনা করেন। 

আর এই নাসা একমাত্র এমন প্রতিষ্ঠান যা সেই শুধু একমাত্র পরিচালনা করতে পারে। অর্থাৎ, নাসা কোনো একজন বিজ্ঞানীর নাম নয়, বরং এটি একটি আমেরিকান সরকারি প্রতিষ্ঠান, যেখানে অনেক বড় বড় বিজ্ঞানী কাজ করেন।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন যে মহাকাশ দ্বারা রিসার্চ গবেষণা এই নাসা কোন দেশে অবস্থিত। ও তার সাথে সাথে এটাই জানলেন যে নাসার মালিক কে ও কিভাবে নাসাকে পরিচালনা করা হয়।

প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............... www.stylishsm.com



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url