এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায় - এ আই দিয়ে কিভাবে ছবি বানায়? জেনে নিন বিস্তারিত?
আজকে আমরা জানবো যে কিভাবে আমরা এ আই ব্যবহার করে ঘণ্টার কাজ কিছু মিনিটে এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায় বা তৈরি করে। ও তার সাথে সাথে এটাও জানবো যে এ আই দিয়ে কিভাবে ছবি বানায় ও তৈরি করে ইডিট করা যায়। আসুন জানি?
ভূমিকাঃ
আজকের দিনে চিন্তা করলে দেখা যায় পৃথিবী কিন্তু অনেক এগিয়ে গেছে আর আমরা মানুষ জাতি পিছিয়ে পড়েছি। কখনো ভেবে দেখেছেন যে আমরা কেন আজ প্রর্যন্ত পিছিয়ে আছে। তার কারণ হচ্ছে যে আমরা এ আই থেকে বঞ্চিত হয়ে আছে। আজকের দিনে আপনি যদি এ আই ব্যবহার করা না জানেন। তাহলে আপনি কখনো সামনে এগোতে পারবেন না।
![]() |
| এ-আই-দিয়ে-কিভাবে-ভিডিও-বানায় |
এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায়ঃ
আজকের দিনে এ আই (AI) প্রযুক্তি ব্যবহার করে এখন খুব সহজেই ভিডিও বানানো যায়। আগে যেখানে ভিডিও বানাতে ক্যামেরা, লাইট, এডিটিং সফটওয়্যার এবং অনেক সময় লাগতো, সেখানে এখন এআই টুল কয়েক মিনিটেই ভিডিও তৈরি করতে পারে।
প্রথমে আপনি একটি স্ক্রিপ্ট বা লেখার স্টাইল দেন, তারপর এআই সেই লেখাকে ভিডিওতে রূপান্তর করে দেবে। অনেক টুলে আপনি শুধু টেক্সট দিলেই এআই সেই টেক্সট পড়ে অ্যানিমেটেড ভিডিও, ভয়েসওভার এবং ভিজ্যুয়ালসহ ভিডিও তৈরি করে দিতে পারে। চাইলে আপনি ছবি, ভিডিও ক্লিপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভয়েসও যোগ করতে পারেন।
- Pictory AI – শুধু টেক্সট বা ব্লগ থেকে ভিডিও বানায়।
- Synthesia – এআই হিউম্যান অ্যাভাটারসহ ভিডিও তৈরি করে।
- InVideo – মার্কেটিং বা ইউটিউব ভিডিও বানাতে ব্যবহৃত হয়।
- Runway ML – ভিডিও এডিটিং ও ক্রিয়েটিভ কাজের জন্য জনপ্রিয়।
এছাড়া ইউটিউব শর্টস, টিকটক বা মার্কেটিং ভিডিওর জন্য অনেক এআই অ্যাপ ব্যবহার করা হচ্ছে, যেগুলো নতুনদের জন্যও খুব সহজ হয়ে যাচ্ছে নতুন কিছু করার জন্য।
এ আই দিয়ে কিভাবে ছবি বানায়ঃ
এআই (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে এখন খুব সহজেই ছবি তৈরি করা যায়। আগে যেখানে ছবি আঁকতে বা ডিজাইন করতে অনেক সময় ও দক্ষতা লাগতো, এখন এআই টুল কেবল টেক্সট বর্ণনা (Prompt) থেকে ছবি বানিয়ে দিচ্ছি এ আই।
ধরুন আপনি লিখলেন “একটি সবুজ মাঠে দাঁড়িয়ে থাকা লাল বাড়ি”। তারপরে জেনারেটে ক্লিক করলে এআই সেই লেখা বিশ্লেষণ করে আপনার চাহিদা অনুযায়ী ছবি বানিয়ে দেবে।
- এআই ছবি বানানোর যেভাবে টাইটেল লিখবেন তাহলোঃ
- টেক্সট প্রম্পট লিখুন – ছবির ধরন, রঙ, স্টাইল বা ব্যাকগ্রাউন্ড কেমন চান তা লিখুন।
- এআই প্রক্রিয়া করবে – আপনার লেখা থেকে এআই তার ডেটা ও অ্যালগরিদম ব্যবহার করে ছবি তৈরি করবে।
- ছবি ডাউনলোড বা এডিট করুন – বানানো ছবিকে আপনি আবার পরিবর্তন, রঙ ঠিক করা বা ফিল্টার দিতে পারবেন।
- জনপ্রিয় এআই ছবি বানানোর টুলঃ
- DALL·E (OpenAI) – শুধু টেক্সট থেকে ছবি বানায়।
- MidJourney – আর্টিস্টিক ও হাই-কোয়ালিটি ছবি তৈরি করে।
- Stable Diffusion – ফ্রি ও ওপেন সোর্স, ছবি এডিটেও ব্যবহার হয়।
- Canva AI – সহজে পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারে।
সহজভাবে বললে, এআই দিয়ে ছবি বানাতে আপনাকে শুধু কি আঁকতে চান সেটা লিখতে হবে, বাকি কাজ এআই নিজেই করবে।
এ আই দিয়ে কিভাবে লোগো বানায়ঃ
এআই (Artificial Intelligence) ব্যবহার করে এখন খুব সহজেই প্রফেশনাল মানের লোগো ও এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায় সেটি আমরা জেনেছি। আগে যেখানে একজন গ্রাফিক ডিজাইনারকে ভাড়া করতে হতো, এখন মাত্র কয়েক মিনিটেই এআই টুল আপনার ব্যবসা বা ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন করে দিতে পারে।
আজকের দিনে এ আই আমাদের জীবনে আসে আমাদের নিত্যদিনের কাজকে আরো বেশী সহজ করে তুলেছে। যা বলা কখনো বঝানো সম্ভব নয়। এআই কে শুধু টেক্স দিতে সময় লাগে। বাকিটা কিছু সেকেন্ডের মধ্য সে কাজগুলো করে ফেলে।
- লোগোর ক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করতে পারেনঃ
Looka, LogoMakr, BrandCrowd, Canva AI, Hatchful by Shopify ইত্যাদি। ক্যাটাগরি ও স্টাইল বেছে নিন। যে আপনি কিভাবে আপনার লোগো বানাবেন যেমনঃ টেক, ফ্যাশন, ফুড, এডুকেশন ইত্যাদি। তারপর এআই স্বয়ংক্রিয়ভাবে লোগো ডিজাইন করবে। এয়াই দ্বারা ডিজাইনকৃত লোগো আপনি চাইলে আপনার দেওয়া তথ্য অনুযায়ী কয়েকটি লোগো ডিজাইন দেখাবে। তারপর আপনার পছন্দমতো কাস্টমাইজ করুন ও ফন্ট, রঙ, আইকন বদলাতে পারবেন ইজিভাবে।
এ আই দিয়ে কিভাবে ভিডিও ইডিট করা যায়ঃ
এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায় ও কিভাবে ভিডিও ইডিট করে আজকে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা। আসুন শুরু করা যাক? এআই (Artificial Intelligence) প্রযুক্তি মূলত একটি কৃত্রিম বুদ্ধি যা এখনকার দিনে যেকোনো ভিডিও এডিটিংকে অনেক সহজ ও দ্রুত করে দিচ্ছি। আগে যেখানে ভিডিও এডিট করতে অনেক সময়, স্কিল ও সফটওয়্যারের অভিজ্ঞতা লাগত, এখন এআই টুল ব্যবহার করে কয়েক মিনিটেই পেশাদার মানের ভিডিও এডিট করা সম্ভব।
সর্ব প্রথম আপনাকে আগে কিছু টুল নিতে হবে ভিডিও ইডিট করার ক্ষেত্রে তার জন্য আপনার প্রয়োজন Runway ML, Pictory AI, Magisto, Descript, InVideo, CapCut AI এই ধরনের কিছু টুল। তারপরে এ আই দ্বারা আপনি যে ভিডিও এডিট করতে চান, কিংবা কতটুকু ভিডিও বানাতে চাই সেটি টুলে আপলোড করুন। এরপরে আপনি ভিডিওতে কাটা (Trim), অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা, ভিডিও স্ট্যাবিলাইজ করা রঙ ঠিক করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্যাপশন অ্যাড করা ভয়েস চেঞ্জ, মিউজিক অ্যাড, টেক্সট যোগ করা এই সব সেড়ে নিবেন।
তারপরে ফ্যানালি আপনার ভিডিও এ আই তৈরি করে দিয়ে দিবে আপনাকে। আপনি সেটি যেকোনো কাজে কিংবা ইউটুব চ্যানেল, ফেসবুক পেজ, কিংবা যেকোনো সেক্টরে আপলোড করতে পারবেন।
এ আই ব্যবহার করে বাচ্চাদের জন্য গল্পঃ
এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায় ও এ আই দিয়ে কিভাবে ছবি বানায় সেটি আমরা উপরের তথ্য থেকে জানতে ও বুঝতে পেরেছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে এ আই দিয়ে আমি গল্প লিখতে চাই। যেমনটা আমি লিখেছি এ আই ব্যবহার করে। আসা করি আপনারও ভাল লাগবে, আসুন গল্পটি পড়া যাক?
গল্পের নামঃ টুনটুন আর জাদুর বাগান?
এক ছিল ছোট্ট মেয়ে, নাম টুনটুন। সে থাকত গ্রামের এক সুন্দর বাড়িতে। টুনটুনের সবচেয়ে প্রিয় জায়গা ছিল বাড়ির পাশের বাগান। একদিন বাগানে খেলতে খেলতে সে দেখল মাটির নিচে চকচকে এক চাবি। টুনটুন চাবিটা তুলে নিল এবং চারদিকে তাকিয়ে দেখল, বাগানের এক কোণে ছোট্ট কাঠের দরজা। কৌতূহলী হয়ে সে চাবি দিয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে দরজার ওপাশে দেখা দিল এক জাদুর বাগান, যেখানে ফুল নিজেরাই গান গায়, প্রজাপতিরা রঙ বদলায় আর নদীর পানি চকচক করে রুপোর মতো।
সেখানে এক বুড়ো কাকু ছিল, নাম মিস্টার লালু। তিনি টুনটুনকে বললেন, “তুমি এই বাগানের নতুন বন্ধু। কিন্তু এখানে থাকার জন্য তোমাকে এক ধাঁধার উত্তর দিতে হবে।”
ধাঁধাটা ছিল— “যে জিনিস ভাগ করলে বাড়ে, কমে না—সেটা কী?”
টুনটুন একটু ভেবে বলল, “ভালোবাসা!”
মিস্টার লালু খুশি হয়ে বললেন, “ঠিক উত্তর! এখন তুমি চাইলে যখন খুশি এই জাদুর বাগানে আসতে পারবে।”
এরপর থেকে টুনটুন প্রতিদিন বিকেলে বাগানে যেত, গান শোনা, প্রজাপতির সঙ্গে খেলা আর ফুলের সঙ্গে গল্প করাই ছিল তার নতুন অভ্যাস। আসা করি যে আপনার এই গল্পটি ভাল লেগেছে।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন পাওয়ারফুল এ আই দিয়ে কিভাবে ভিডিও বানায় ও কিভাবে এ আই টুল ব্যবহার করতে হয়। ও তার সাথে সাথে এটাও জানলেন যে এ আই দিয়ে কিভাবে ছবি বানায়।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন..................... www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url