ভগবান শিবের প্রণাম মন্ত্র - ভগবান শিবের প্রিয় রং কি? বিস্তারিত জেনে নিন?

আজকে আমরা জানবো যে পৃথিবীর স্রষ্টা কর্তার মধ্য ভগবান শিবের প্রণাম মন্ত্র কি করে উচ্চারণ করতে হয়। যাতে ভগবান শিব প্রসশ্ন হয়। ও তার সাথে সাথে এটাও জানবো যে ভগবান শিবের প্রিয় রং কি। যেটি মেনে আমরা পূজা করলে ভগবান শিব মুগ্ধ হবেন। আসুন জানি?  

ভূমিকাঃ

ভগবান শিব হচ্ছেন পৃথিবীর স্রষ্টা কর্তার মধ্য সব থেকে বড় ও শক্তিশালী অবতার। তিনি ইন্ডিয়ার দূর এক পাহাড়ে যার নাম কৈলাস পর্বত। তিনি তার বৌ ছেলেকে নিয়ে সেখানে থাকেন। তিনি এক বরফের উপরে নিজের ধ্যান নিয়ে মগ্ন থাকেন।

ভগবান-শিবের-প্রণাম-মন্ত্র
ভগবান-শিবের-প্রণাম-মন্ত্র   

তাই আসুন জেনে রাখি যে ভগবান শিবের আরো কিছু রহস্য ও ভগবান শিবের প্রণাম মন্ত্র কি হয়ে থাকে। যেটি জপ করলে ভগবান শিব আমাদের প্রতি মুগ্ধ হবেন। ও তার সাথে সাথে এটাও জানুন যে ভগবান শিবের প্রিয় রং কি। নিম্নে বিস্তারিত.........।  

ভগবান শিবের প্রণাম মন্ত্রঃ

ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং তাঁকে "মহাদেব", "শম্ভু", "ভোলেনাথ" ইত্যাদি নামে ডাকা হয়। তাঁর আশীর্বাদ লাভের জন্য ভক্তরা প্রতিদিন প্রণাম মন্ত্র পাঠ করে থাকেন।

  •  শিবের জপ মন্ত্রঃ

"ওঁ নমঃ শিবায়"

অর্থঃ আমি ভগবান শিবকে নমস্কার করছি। এই মন্ত্রটি শিবের প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক।

আরো পড়ুনঃ শিব পূজা করতে কি কি উপকরণ লাগে ও কিভাবে পূজা করতে হয় জেনে নিন?

  • শিব প্রণাম মন্ত্রঃ

 ঔঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে

নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম।।

অর্থঃ যিনি এই পৃথিবীর ( বিনাশের, সৃষ্টি, স্থিতি ) যার হাতে পুরো বিশ্বের সুখ শান্তি আছে। তুমি বিনাশের অধিকারি ও তুমি সৃষ্টির স্রষ্টা তোমাকে নমস্কার জানাই, হর হর মহাদেব।

ভগবান শিবের প্রিয় রং কিঃ

ভগবান শিবের প্রিয় রং হলো সবুজ। এই সবুজ রং শিবের পূজার দিনে পড়তে হয়। যাতে করে শিব অনেক প্রসশ্ন হয়। শিব পূজার দিনে গায়ে নতুন পোশাকের কাপড় পরিধান করতে হয়। যাতে শিব আমাদের প্রতি মুগ্ধ হয়। সবুজ রঙ শুদ্ধতা, শান্তি ও ত্যাগের প্রতীক, যা শিবের চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই মিলে যায় মানুষের।

ভগবান শিবের শক্তিশালি মন্ত্র কোনটিঃ

ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী ও প্রাচীন মন্ত্র হলো "ঔঁ নমঃ শিবায়" এই মন্ত্রটি হলো শিবের সবচেয়ে শক্তিশালি মন্ত্র। যা পৃথিবীর সকল হিন্দু মানুষ এই মন্ত্র ব্যবহার করে থাকে। এই মন্ত্র দ্বারা মানুষের মুক্তি মেলে এবং দীর্ঘায়ু ও আত্মিক শক্তি লাভ হয়।

আরো পড়ুনঃ কিভাবে আপনি শ্রদ্ধার সঙ্গে গনেশ পূজা করবেন ও তার নিয়ম কানুন জেনে নিন?

  • পঞ্চাক্ষরী শিব মন্ত্রঃ

"ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মা অমৃতাৎ॥"

অর্থঃ আমরা ত্র্যম্বক (তিন চোখবিশিষ্ট) শিবকে পূজা করি যিনি এই সৃষ্টি বর্ধনের দাতা। এই মন্ত্র জপ দ্বারা পরম শিবের আর্শিবাদ পাওয়া যায়। যাকে আমরা বলে থাকি হার হার মাহাদেব।

ভগবান শিবের ধ্যানের মন্ত্র কিঃ

ভগবান শিবের ধ্যানের জন্য সবচেয়ে প্রচলিত ও গভীর অর্থবোধক মন্ত্র হলো শিব ধ্যান মন্ত্র। এই মন্ত্রটি ধ্যানের মাধ্যমে মহাদেবকে নিজের মধ্য বিরাজ করতে সাহায্য করে এবং মন, আত্মা ও চেতনার মধ্যে এক ধরণের শুদ্ধতা ও স্থিরতা এনে দেয়।

আরো পড়ুনঃ হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী শ্রীকৃষ্ণের কাহিনী কি ধরনের ছিল জেনে নিন?

  • মন্ত্রঃ

ওঁ (নমঃ) ধায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং, রত্নকল্পোজ্জ্বলাঙ্গং পরশু-মৃগ-বরাভীতিহস্তং প্রসন্নং । পদ্মাসীনং সমস্তাৎ স্ততমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং, বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং ।।

ভগবান-শিবের-ধ্যানের-মন্ত্র-কি

অর্থঃ যিনি নিজে রজত সর্দিশ যার অবান পর্বতের মতো সুন্দর চন্দ্রকে যিনি ধারণ করে আছেন। রত্নি আলংকারীর দেহ উজ্জ্বল। যিনি তার চারটি হাতে কুঠোর, ডামরু, তীরশুল, ও বর অভয় বহন করে আছেন। তাকে জানাই নমস্কারঃ।। 

সোমবার শিব পূজার মন্ত্রঃ

সোমবার দিনটি ভগবান শিবের বিশেষ পূজার জন্য অতি পবিত্র ও শুভ বলে মনে করা হয়। এই দিনে শিবভক্তরা উপবাস করেন, শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা ইত্যাদি নিবেদন করে পূজা করেন এবং ভক্তিভরে শিব মন্ত্র জপ করেন।

আরো পড়ুনঃ রাম নবমী পূজা কীভাবে করতে হয় ও কি কি নিয়ম মেনে চলতে হয় জেনে রাখুন?

  • মন্ত্রঃ

ঔঁ নমঃ শিবায় শান্তায়

কারণত্রয় হে তবে

নিবেদয়ামি চাত্মানং

ত্বং গতি পরেমেশ্বর।।

এই ধরনের মন্ত্র জপ করে ভগবান শিবের পূজা করা হয়। আর শিবের পূজা করতে হলে আপনাকে অবশ্যই আপনার শরীর ও মনকে শুদ্ধ রাখবেন। হার হার মাহাদেব। 

ভগবান শিব কেঃ

ভগবান শিবের প্রণাম মন্ত্র আমরা উপরের তথ্য থেকে জেনেছি। এবার জানবো যে ভগবান শিব কে। আসুন জানি।  ভগবান শিব হচ্ছে সনাতনী ধর্মাওম্বলীর মানুষদের জন্য সবচেয়ে বড় দেবতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান শিব হচ্ছে পরম দাতা। যিনি বিনাশানক, তিনি সৃষ্টির স্রষ্টা। তিনি পরম শক্তির অধিকারী। যাকে আমরা সন্মান দিয়ে থাকি হার হার মাহাদেব বলে।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন ভগবান শিবের প্রণাম মন্ত্র কি ও কিভাবে মন্ত্র পড়ে নিয়ম কানুন মানবেন। ও তার সাথে সাথে এটাও জানলেন যে ভগবান শিবের প্রিয় রং কি।

প্রশ্ন থাকলে কিং বাভাল লাগলে ক্মেনয় করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............... www.stylishsm.com



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url