কুসুম্বা মসজিদ কত সালে নির্মিত - কুসুম্বা মসজিদ কোন আমলের? বিস্তারিত জেনে নিন?
আজকে আমরা জানবো যে ইতিহাস দ্বারা পড়ানো এই কুসুম্বা মসজিদ কত সালে নির্মিত হয়েছিল আমাদের দেশে। ও তার সাথে সাথে এটাও জানবো যে কুসুম্বা মসজিদ কোন আমলের ছিলো। যেটি দ্বারা ইতিহাস গড়ে ওঠেছে। আসুন জানি?
ভূমিকাঃ
কুমুম্বা মসজিদ আমাদের দেখে ও পড়া একটি ঐতিহাসিক মসজিদ। যা পুরানো আমলে তৈরি করছিলেন সুলতানিরা ও শাহা বাহাদুর লোকেরা। যেটি আজ প্রর্যন্ত পৃথিবীর বুকে ইতিহাস হয়ে আছে।
তাই আসুন জেনে রাখি যে, আমাদের দেখে মন শান্তির এই কুসুম্বা মসজিদ কত সালে নির্মিত হয়েছিল ও কোন বাদশা করেছিলো। ও তার সাথে সাথে এটাও জানুন যে কুসুম্বা মসজিদ কোন আমলের। পুরো ইতিহাস জানতে নিম্নে দেখুন.........?
কুসুম্বা মসজিদ কত সালে নির্মিতঃ
কুসুম্বা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিকএকটি মসজিদ, যা ১৫৫৮-৫৯ খ্রিষ্টাব্দে (৯৬৬ হিজরি) সালে নির্মিত হয়েছিল। এটি দিনাজপুর জেলার নাঁওগা উপজেলার ফেরিঘাটের রাস্তায় অবস্থিত। মসজিদটি শৈলদেবী নদীর তীরে বিরাজমানভাবে আছে। এই মসজিদটি মোগল ও সুলতানি আমলে তৈরি করা হয়েছিল।
![]() |
কুসুম্বা-মসজিদ-কত-সালে-নির্মিত |
এই মসজিদের চার কোণে রয়েছে মিনার, আর ভেতরে রয়েছে ছয়টি গম্বুজ। এই মসজিদ বাংলাদেশের ঐতিহাসিকের মধ্য একটি সেরা মসজিদ। এটি বাংলাদেশের মানুষেশের কাছে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে বিবেচিত করা হয়। কুসুম্বা মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে এক আকর্ষণীয় ঐতিহ্য।
কুসুম্বা মসজিদ কোন আমলেরঃ
কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এটি নির্মিত হয়েছিল ১৫৫৮-৫৯ খ্রিষ্টাব্দে, বাংলার আফগান শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ–এর শাসনামলে এই মসজিদটি তৈরি হয়েছিল। সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এই মসজিদে চমৎকার পাথরের দেওয়ালে কারুকার্যখচিত খিলান ও গম্বুজ ব্যবহৃত হয়েছে।
কুসুম্বা মসজিদ কত সালে নির্মিত দ্বারা মসজিদটি পুরোপুরি ভাবে ব্লগ দিয়ে তৈরি করা আছে। যা দেখতে খুবই চমৎকার একটি দৃশ্য। এই মসজিদটি প্রায় আজ থেকে ৪৬৭ বছরের পুরানো মসজিদ। যা সবার কাছে একটি ঐতিহ্য ভাবে রয়েছে।
কুসুম্বা মসজিদের প্রতিষ্ঠাতা কেঃ
কুসুম্বা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতানি আমলের একজন প্রশাসনিক কর্মকর্তা সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ-এর আমলের দারোগা সুলায়মান। তিনি মসজিদটির নির্মাণকাজের দায়িত্ব পালন করেন এবং এটি নির্মাণের কাজ শেষ করেন। এই মসজিদটি তার ধর্মীয় ভক্তি ও স্থাপত্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবে বিবেচিত আছে প্রত্যেকটি মানুষের কাছে।
কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিতঃ
কুসুম্বা মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার বদলগাছী কুসুম্বা গ্রামে অবস্থিত। এটি বদলগাছী উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে খুব কাছেই এর অবস্থান। এই কুসুম্বা মসজিদের অবস্থান। আর এই কুসুম্বা মসজিদে রয়েছে শাহী দিঘি।
কুসুম্বা মসজিদ তার স্থাপত্যশৈলী, পাথরের নির্মাণ ও নিখুঁত কারুকার্যের জন্য আজও ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
কুসুম্বা মসজিদ দিঘির আয়তন কত বিঘাঃ
কুসুম্বা মসজিদের পাশে অবস্থিত ঐতিহাসিক দিঘিটির আয়তন প্রায় ৭৭ বিঘা জাইগা জুড়ে রয়েছে। এই দিঘিটি মসজিদের পূর্ব পাশে বিস্তৃত, যা একসময় ওজু ও ব্যবহারিক পানি খাওয়ার উৎস হিসেবে ব্যবহৃত আসছে। এই দিঘি প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই দিঘি ও মসজিদ একসঙ্গে মানুষের জন্য এক ঐতিহাসিক ও শান্তিময় অভিজ্ঞতা এনে দেয়।
কুসুম্বা মসজিদ কত টাকার নোটেঃ
কুসুম্বা মসজিদের ছবি বাংলাদেশের ৫ টাকার নোটে ছাপা রয়েছে। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হিসেবে এতটাই গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ ব্যাংক এই মসজিদটির ছবি ব্যবহার করে ৫ টাকার নোটে এর গুরুত্ব ও ঐতিহ্যকে তুলে ধরেছে। এই মসজিদটি প্রায় ৪৫০ বছরের পুরানো একটি মসজিদ যা এখনো মানুষের বুকে ঐতিহ্য ভাবে রয়ে আছে।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন ইতিহাস দ্বারা এই কুসুম্বা মসজিদ কত সালে নির্মিত হয়েছিল। ও তার সাথে সাথে এটাও জানলেন যে কুসুম্বা মসজিদ কোন আমলের তৈরি হয়েছিল।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন.................. www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url