কালি পূজার উপকরণ কি কি - কালি পূজার মন্ত্র? বিস্তারিতভাবে জেনে নিন?

আজকে আমরা জানবো যে সনাতনী মানুষদের জন্য যে তারা কালি পূজা করে থাকে সেই কালি পূজার উপকরণ কি কি হয়ে থাকে। যেটি মায়ের চরণে দিলে মা খুশি হোন। ও তার সাথে সাথে এটাও জানবো যে কালি পূজার মন্ত্র কি ও কিভাবে পাঠ করতে হয়। আসুন জানি?

ভূমিকাঃ

আমাদের হিন্দু শাস্ত্রে আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকি। বিশেষ করে যদি মানসিতের দিক দিয়ে আমরা বেশি মা কালিকে মেনে থাকি। তাদের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে আমরা তার সামনে মানসিত করে থাকি। যেন আমরা সে সমস্যা থেকে বের হতে পারি।

তাই আসুন জেনে রাখি যে, মা কালির পূজা করার ক্ষেত্রে কালি পূজার উপকরণ কি কি লাগে মায়ের পূজা করার জন্য। তার সাথে সাথে এটাও জানবো যে কালি পূজার মন্ত্র কি ও কিভাবে পাঠ করতে হয়। নিম্নে বিস্তারিত.........?

কালি পূজার উপকরণ কি কিঃ 

কালি পূজা হিন্দু ধর্মের একটি প্রধান পূজা, যা মূলত দেবী কালীকে সন্তুষ্ট করার জন্য করা হয়। এই পূজায় নানা উপকরণের প্রয়োজন হয়। নিচে কালী পূজার উপকরণগুলো দেওয়া হলোঃ

  1. দেবী কালির মূর্তি বা ছবি 
  2.  লাল জবা, গাঁদা, শাপলা ইত্যাদি
  3.  সুগন্ধি ধূপ, ধুনো, তেলের প্রদীপ
  4. বেলপাতা পূজায় অপরিহার্য
  5. সিঁদুর, আলতা ও কুমকুম
  6. চন্দন ও গন্ধ
  7. দুর্বা ঘাস ও তুলসীপাতা
  8.  কলা, গোটা নারকেল, আঙুর, পেয়ারা, পেঁপে ইত্যাদি
  9. নারকেল ও কলা গাছ
  10.  লাড্ডু, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি
  11.  আতপ চাল, ডাল, খিচুড়ি, সবজি
  12. দুধ, দই, মধু ও ঘি
  13. পান ও সুপারি
  14. গঙ্গাজল বা পরিষ্কার জল
  15. পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য থালা
  16. শঙ্খ ও ঘণ্টা
  17. লাল কাপড় দেবীর আসন সাজানোর জন্য
  18. কমলফুল কালী পূজায় বিশেষভাবে ব্যবহৃত হয়

দেবী কালিকে খুশি করার জন্য এই সব সামগ্রী দরকার হয় পূজা করার জন্য। এই গুলো দিয়ে কালি মা"কে পূজা করা মা অনেক খুশি হোন।

কালি পূজার মন্ত্রঃ

আমাদের হিন্দু শাস্ত্রে একটি দেব দেবীর পূজা করার ক্ষেত্রে অনেক ধরনের মন্ত্র ব্যবহার করে থাকে। যেমনটা ধরা যায় ১টি অংকে ৪-৫ ভাবে করা যায়। তেমনি একটি দেবীর পূজা করার জন্য বিভিন্ন মন্ত্র থাকে। আপনি চাইলে আপনার চাদিহা মতো বলতে পারেন। কালী পূজায় দেবীকে আহ্বান, ধ্যান, স্তব ও প্রণামের জন্য বিভিন্ন মন্ত্র পাঠ করতে পারেন। নিচে কালী পূজায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র দেওয়া হলোঃ

  • কালী ধ্যান মন্ত্রঃ

ধ্যায়েয্জগন্মাতরমদ্বিতীয়াম্‌

রক্তপ্রভাম্‌ চন্দ্রনিবদ্ধমালাম্‌।

অঙ্গং খগং খেটকধারिणীং চ

ললাটপট্টেশ্বরচন্দ্রমৌলিম্‌।।

  • কালী কৃপা মন্ত্রঃ

ওঁ ক্রীং কালীকায়ৈ নমঃ।

  • কালী মূল মন্ত্রঃ

ওঁ ক্রীং কালীকায়ৈ নমঃ।

  • কালী প্রণাম মন্ত্রঃ

নমঃ কালী মহাকালী কালিকায়ৈ নমো নমঃ।

  • কালী স্তব মন্ত্রঃ

সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।

শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।

  • কালী কৃপা প্রার্থনা মন্ত্রঃ

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।

দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে।।

কালী পূজার সময় এই মন্ত্রগুলো সঠিকভাবে পাঠ করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়, ভয় দূর হয় এবং জীবনে শান্তি আসে।

কালি পূজার নিয়ম কিঃ

কালী পূজার নিয়ম ভক্তি, শুদ্ধতা ও সঠিক বিধি অনুসারে সম্পন্ন করা উচিত। সাধারণত পূজার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করতে হয়। পূজার স্থান পরিষ্কার করে মাটির বা ধাতুর পাত্রে কালী মূর্তি বা ছবি স্থাপন করা হয়। এরপর কলসীতে জল ভরে আম্রপল্লব ও নারিকেল বসিয়ে ঘর দেবতা হিসেবে পূজা শুরু হয়।

ধূপ, প্রদীপ, ফুল, বেলপাতা, লাল জবা ফুল, সিঁদুর, চন্দন, ধান-দুর্বা ইত্যাদি উপকরণ দিয়ে দেবীকে আহ্বান করা হয়। মন্ত্র উচ্চারণ করে দেবীর ধ্যান, আহ্বান ও আরতি করা হয়। ভোগ হিসেবে ফল, মিষ্টি, নারকেল, খিচুড়ি ইত্যাদি নিবেদন করা হয়। পূজার শেষে কালী মন্ত্র পাঠ, স্তব ও প্রার্থনা করা হয় এবং পাঁচ মুখী প্রদীপ জ্বালিয়ে পুরো বাড়িতে ঘুরাতে হয়।

যেন বাড়িতে সুখ-শান্তি আসে। পূজা শেষে প্রসাদ সকলের মাঝে বিতরণ করা হয়। পুরো প্রক্রিয়ায় ভক্তিকে প্রধান্য দেওয়া হয়, কারণ বিশ্বাস করা হয় ভক্তির মাধ্যমে দেবী কালী ভক্তের সমস্ত দুঃখ-দুর্দশা দূর করে আশীর্বাদ প্রদান করেন।

কালিকে কি কি  খাবার দেওয়া হয়ঃ

কালী পূজায় দেবীকে ভোগ দেওয়ার বিশেষ নিয়ম আছে এবং ভক্তরা বিশ্বাস করেন, মা কালী ভক্তের ভক্তি ও নিবেদনকেই সর্বাধিক গ্রহণ করেন। সাধারণত কালী মায়ের পূজায় নিম্নলিখিত খাবারগুলো দেওয়া হয়ঃ

  1. লাল জবা ফুল ও ফলমূলঃ  লাল জবা কালী মায়ের প্রিয় ফুল, সাথে আপেল, কলা, আঙুর, পেয়ারা ইত্যাদি ফল নিবেদন করা হয়।
  2. মিষ্টান্নঃ  রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, লাড্ডু ইত্যাদি মিষ্টি নিবেদন করা হয়।
  3. খিচুড়িঃ  ভক্তদের মধ্যে কালী পূজার ভোগ হিসেবে খিচুড়ি খুব জনপ্রিয়।
  4. নারকেল ও নারকেলের নাড়ুঃ  পূজায় নারকেল ভাঙা হয় এবং নারকেলের নাড়ু প্রসাদ হিসেবে দেওয়া হয়।
  5. ভাজা ও তরকারিঃ  খিচুড়ির সঙ্গে বিভিন্ন ডালনা ও ভাজা ভোগে দেওয়া হয়।
  6. পায়েসঃ  দুধ, চিনি ও চাল দিয়ে তৈরি পায়েস অনেক স্থানে কালী পূজার ভোগে রাখা হয়।
  7. চাল, ডাল ও লুচিঃ  অনেক সময় কালী মায়ের পূজায় এগুলো ভোগ হিসেবে নিবেদন করা হয়।

ভক্তি আর আন্তরিকতা দিয়েই মূলত কালী মায়ের পূজা সম্পূর্ণ হয়। মা কালীকে নিবেদন করা ভোগ শেষে প্রসাদ হিসেবে ভক্তরা গ্রহণ করেন।

কালি কিসের দেবীঃ

কালী হিন্দু ধর্মের অন্যতম শক্তিদায়িনী দেবী, যিনি মা দুর্গারই এক ভয়ংকর ও শক্তিশালী রূপ। তিনি মূলত শক্তি, সময়, বিনাশ, ও সময়ের দেবী হিসেবে পূজিত হন সকলের কাছে। কালী দেবীকে সাধারণত কালো বর্ণ, খোলা চুল, গলায় মুণ্ডমালা ও হাতে অস্ত্র ধারণকারী রূপে চিত্রিত করা হয়। তিনি অসুর বিনাশিনী, অশুভ শক্তি ধ্বংসকারিণী এবং ভক্তদের রক্ষাকর্ত্রী। কালীকে সময়ের প্রতীকও বলা হয়, কারণ সময় সবকিছু গ্রাস করে নেয়।

আবার তিনি মাতৃত্বের প্রতীক, যিনি ভক্তকে স্নেহ, ভালোবাসা ও আশ্রয় দেন। ভক্তদের বিশ্বাস, মা কালী কেবল ভয়ংকর রূপেই নন, তিনি করুণাময়ী, যিনি ভক্তকে অশুভ শক্তি থেকে রক্ষা করে মুক্তি ও কল্যাণ প্রদান করেন। তাই কালীকে একইসাথে ধ্বংস ও সৃষ্টির দেবী বলা হয়। তিনি দশজন প্রধান দেবীর মধ্য একজন মহাদেবী।

কালি কত প্রকারঃ

কালী দেবী সাধারণত দশ মহাবিদ্যার অন্তর্ভুক্ত এক গুরুত্বপূর্ণ দেবী এবং তাঁর বেশ কিছু রূপ আছে। কালী মূলত আট প্রকারে বিভক্ত বলে উল্লেখ করা হয়। এই আট রূপ হলো – শ্মশান কালী, মহাকালী, রক্ত কালী, ভদ্র কালী, দক্ষিণকালি,শ্রীকালি,চামুণ্ডাকালি, ও গুহ্যকালি। শ্মশান কালীকে মৃত্যু, ধ্বংস ও অশুভ শক্তির বিনাশকারিণী হিসেবে পূজা করা হয়। 

মহাকালীকে সময়ের প্রতীক বলা হয়, যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ ও নিয়ন্ত্রণ করেন। রক্ত কালী ভক্তদের রক্ষাকর্ত্রী এবং শত্রু বিনাশকারিণী। ভদ্র কালী আবার শান্ত, কল্যাণময়ী ও মাতৃসুলভ রূপে পূজিত হন, যিনি ভক্তকে দয়া, স্নেহ ও আশ্রয় দেন।শাস্ত্রে অনুযায়ী কালিকে নয় ভাগে ভাগ করা হয়েছে। যার করুণা উল্লেখ অনেক বড়।

এই ভিন্ন ভিন্ন রূপের মাধ্যমে মা কালীকে কখনো ভয়ংকর, কখনো রক্ষাকর্ত্রী, আবার কখনো মমতাময়ী মাতার রূপে দেখা যায়। তাই কালী দেবীর প্রতিটি রূপ ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন দেব-দেবীর মধ্য কালি পূজার উপকরণ কি কি লাগে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। ও তার সাথে সাথে এটাও জানলেন  যে কালি পূজার মন্ত্র কি ও কিভাবে পাঠ করে।

প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন.................. www.stylishsm.com



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url