এসইও শেখার সহজ উপায় - এসইও শিখতে কতদিন লাগে? বিস্তারিত জেনে নিন?
আজকে আমরা জানবো যে ইনকাম ইনকাম করার জন্য এসইও শেখার সহজ উপায় গুলো কি কি হয়ে থাকে যেটি আমরা শিখে অনলাইনে ইনকাম করতে পারবো। ও তার সাথে সাথে এটাও জানবো যে এসইও শিখতে কতদিন লাগে ও কতটুকু সময় প্রয়োজন। আসুন জানি?
ভূমিকাঃ
আজেকর দিনে দেখা যায় যে সবাই অনলাইন থেকে ইনকাম করতে চাই। কিন্তু তারা বুঝে পাই না যে কি করলে ভাল করে অনলাইন থেকে ইনকাম জেনারেট করা যায়। আপনি যদি গুগোল নিয়ে কাজ করতে চান। তাহলে আপনি সবার আগে এসইও শিখতে হবে। কেননা এসইও ছাড়া আপনি গুগোলে টপে আসতে পারবেন না।
তাই আসুন জেনে রাখি যে এই অনলাইন ইনকাম করার জন্য এসইও শেখার সহজ উপায় গুলো কি কি ভাবে আমরা শিখতে পারবো। ও তার সাথে সাথে এটাও জানবো যে এই এসইও শিখতে কতদিন লাগে ও কি কি স্কিল প্রয়োজন হয়। নিম্নে বিস্তারিত......।
এসইও শেখার সহজ উপায়ঃ
এসইও শেখার সহজ উপায় হলো এখনকার দিনে এই এসইও (SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা এখন ডিজিটাল দুনিয়ায় একটি অত্যন্ত জরুরি দক্ষতা হয়ে দাঁড়িয়েছে। নিচে সহজভাবে এসইও শেখার ধাপগুলো দেওয়া হলোঃ
- Google-এ কীভাবে কন্টেন্ট র্যাংক করে।
- অন-পেজ SEO কি জানতে হবে
- অফ-পেজ SEO কি জানতে হবে
- টেকনিক্যাল SEO কি জানতে হবে
- লোকাল SEO কি জানতে হবে
- Google Keyword Planner, Ubersuggest, Ahrefs ইত্যাদি টুল ব্যবহার করা শিখতে হবে।
- কীভাবে কমপিটিশন ও ভলিউম ওঠা-নামা করে সেটি বিশ্লেষণ করতে জানতে হবে।
- Title tag, Meta Description, Heading (H1–H4), Image Alt Text, Internal Linking ইত্যাদি ব্যবহার শিখুন।
- রিলেভেন্ট, ইউনিক, ও তথ্যবহুল কনটেন্ট তৈরি করা বা এই রকম তথ্য খুঁজে বের করা।
- কনটেন্টে কীওয়ার্ড ব্যবহারের ব্যালান্স বজায় রাখা।
- ব্যাকলিংক তৈরি করা
- সোশ্যাল শেয়ারিং
- গেস্ট পোস্টিং এ কিভাবে কাজ করতে হয়।
- Website Speed, Mobile-Friendly Design, SSL Certificate, XML Sitemap, Robots.txt ইত্যাদি সম্পর্কে জানুন।
- নিজের ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করুন ও বোঝা।
- কোন কীওয়ার্ড থেকে ভিজিটর আসছে, তা উপরে বেশি করে গুরুত্ব দেওয়া।
- SEO একদিনে শেখা যায় না নিয়মিত চর্চাই সফলতার চাবিকাঠি। তাই চেষ্টা চালিয়ে জান।
এই গুলো আপনি জিনিস আপনি যদি বুঝে কাজ করতে পারেন। তাহলে আপনিও অবশ্যই এসইও কাজ শিখতে পারবেন। ও জীবনে কিছু করতে পারবেন।
এসইও শিখতে কতদিন লাগেঃ
এসইও শেখার সহজ উপায় কি তা বুঝে নিতে হবে। দেখেন আজকের যুগে এখন অনেক কিছু চলে এসেছে। যেটি আমাদের নিত্যদিনের কাজগুলোকে আরো সহজ করে দিয়েছে। এসইও (SEO) শেখার সময়কাল নির্ভর করে আপনি কতটুকু সময় এবং মনোযোগ দিচ্ছেন তার উপর। সাধারণভাবে, একজন নতুন শিক্ষার্থীর জন্য এসইও-র মৌলিক বিষয়গুলো (যেমন কীওয়ার্ড রিসার্চ, অন-পেজ ও অফ-পেজ অপটিমাইজেশন) শেখার জন্য গড়ে ১–৩ মাস সময় লাগে। তবে এসইও-তে দক্ষ হয়ে নিজে কাজ করতে পারার জন্য ৩–৬ মাস নিয়মিত অনুশীলন এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার হয়
এটি শেখার জন্য আপনাকে দিন রাত কষ্ট করতে হবে। আবার যিনি পুরোপুরি প্রফেশনাল লেভেলে এসইও করতে চান (যেমন ক্লায়েন্টের জন্য কাজ করা, বড় ওয়েবসাইট র্যাংক করানো), তাঁর জন্য ৬–১২ মাসের অভিজ্ঞতা ও গভীর জ্ঞান অপরিহার্য। কারণ এসইও প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি ক্ষেত্র, যেখানে গুগলের অ্যালগরিদম নিয়মিত আপডেট হতে থাকে। তাই শুধু শেখা নয়, বরং নিয়মিত চর্চা, নতুন আপডেট জানা এবং প্র্যাকটিস করাই এসইও শেখার মূল চাবিকাঠি হতে পারে আপনার জন্য।
এসইও শিখে কিভাবে আয় করা যায়ঃ
এসইও (SEO) শেখা শুধুমাত্র দক্ষতা অর্জনের একটি মাধ্যম নয়, বরং এটি দিয়ে ঘরে বসেই আয় করার একটি দারুণ সুযোগ। এসইও শেখার পর আয় করার বিভিন্ন পথ রয়েছে, যা আপনি চাইলে ফ্রিল্যান্সিং, ব্লগিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ক্লায়েন্টের জন্য কাজ করে আয় করতে পারেন। নিম্নে উদাহরণ?
- ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে আয়ঃ
আপনি Fiverr, Upwork, Freelancer, PeoplePerHour-এর মতো জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে SEO সার্ভিস অফার করতে পারেন। তাদের জন্য কন্টেন্ট লিখে সেটি গেস্টিং পোষ্ট হিসাবে ব্যবহার করে আপনি টাকা আয় করতে পারেন। তার জন্য আপনাকে কিছু জিনিস শেখা লাগবে যেমনঃ
- কীওয়ার্ড রিসার্চ করা
- অন-পেজ অপটিমাইজেশন
- ব্যাকলিংক তৈরি করা
- টেকনিক্যাল এসইও করা
- নিজস্ব ব্লগ তৈরি করে আয়ঃ
- আপনি চাইলে নিজের একটি ওয়েবসাইট/ব্লগ খুলে SEO কৌশল ব্যবহার করে গুগলে কন্টেন্ট লিখে র্যাংক করতে পারেন। এরপর Google AdSense বা Affiliate Marketing-এর মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন।
- ক্লায়েন্টের জন্য সার্ভিস দেওয়াঃ
- অনেক ব্যবসা বা অনলাইন শপ মালিক SEO এক্সপার্ট খোঁজে যারা তাদের ওয়েবসাইট গুগলে র্যাংক করাবে ও তাদের ব্যবসা যেন আরো বেড়ে ওঠে। আপনি সরাসরি ক্লায়েন্ট খুঁজে আপনার ব্লগে সার্ভিস দিতে পারেন এবং প্রতি মাসে ভালো পরিমাণ আয় করতে পারেন।
- ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে চাকরিঃ
- এসইও শিখে আপনি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ফার্ম, আইটি কোম্পানি বা মিডিয়া হাউজে SEO এক্সপার্ট হিসেবে চাকরির সুযোগ রয়েছে। আপনি ফুল-টাইম বা পার্ট-টাইম হিসেবে কাজ করতে পারেন।
- ইউটিউব ও কোর্স বানিয়ে ইনকামঃ
- আপনি যদি SEO ভালো জানেন, তাহলে বাংলা বা ইংরেজি ভাষায় SEO শেখানোর কোর্স তৈরি করে YouTube, Udemy, বা Facebook Group-এর মাধ্যমে তা বিক্রি করে আয় করতে পারেন ক্লায়েন্টের কাছে।
- SEO এক্সপার্ট আয়ের পরিমাণঃ
- একজন SEO এক্সপার্ট মাসে ২০,০০০ টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা বা তার বেশি পর্যন্ত আয় করতে পারে, অভিজ্ঞতা ও কাজের পরিমাণ অনুযায়ী।
এসইও শেখা মানে শুধুমাত্র ওয়েবসাইট র্যাংক করার কৌশল শেখা নয়, বরং এটি একটি স্থায়ী ইনকামের রাস্তা তৈরি করার দক্ষতা। ধৈর্য, অভ্যাস, নিয়মিত অনুশীলন, ও বাস্তব প্রজেক্টে কাজ করার মাধ্যমে আপনি ধীরে ধীরে বড় ইনকামের পথে এগিয়ে যেতে পারেন এই স্কিলটাকে।
এসইও শিখতে কি কি জানতে হবেঃ
এসইও শেখার সহজ উপায় এখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। কিন্ত এসইও (SEO) শেখা মানে শুধু গুগলে র্যাংক করানো না, বরং এটি একটি কৌশল। যে প্রতিক্রিয়া কোনো বিষয় জানার উপর নির্ভর করে। নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো এসইও শিখতে হলে আপনাকে কী কী জানতে হবে। কোনো কিছু গুগোলে রাংকিং করতে হলে সবার আগে আপনাকে এসইও কাজ শিখতে হবে। কারণ এসইও ছাড়া আপনি কোনো দিনও র্যাংঙ্ক করতে পারবেন না।
এই এসইও শেখার জন্য আপনাকে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, অর্গানিক vs পেইড ট্রাফিক কি, কীওয়ার্ড কিভাবে খুঁজবেন, সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক (CPC), কম্পিটিশন বুঝতে হবে, ইউনিক, তথ্যবহুল ও ইউজার-ফ্রেন্ডলি কনটেন্ট তৈরি করা, কিভাবে ভিজিটরকে মনিটাইজেশন করা যায় সেটি নিয়ে ভাবতে হবে, কেন র্যাংক দরকার? এই বিষয় গুলো ভালকরে জানতে হবে। এই হচ্ছে এসইও শেখার প্রথম ধাপ।
এসইও করার প্রধান ধাপ কিঃ
এসইও শেখার সহজ উপায় ও এসইও করার প্রধান ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করা। যেটি যেকোনো ওয়েবসাইট গুগলে ভালোভাবে র্যাংক করতে পারে। প্রথম ধাপ হলো সঠিক কীওয়ার্ড রিসার্চ করা, যার মাধ্যমে বোঝা যায় মানুষ কী কী শব্দে নিয়ে সার্চ করছে গুগোলে। এরপর অন-পেজ এসইওতে কনটেন্টে সঠিকভাবে সেই কীওয়ার্ডগুলো বসাতে হবে। যেমনঃ টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং, ইউআরএল ও ছবি অপটিমাইজেশন।
তৃতীয় ধাপে আসে অফ-পেজ এসইও, যেখানে মূলত ভালো মানের ব্যাকলিংক তৈরি করতে হবে অন্যান্য ওয়েবসাইট থেকে। এরপর টেকনিক্যাল এসইও-তে ওয়েবসাইটের স্পিড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, সাইটম্যাপ, রোবট.টিএক্সটি ইত্যাদি ঠিকমতো কনফিগার করতে হবে। যাতে আমার কন্টেন্ট গুগোলে সর্বপ্রথম উচ্চ স্থান পায়। এইগুলো আপনি কাজে লাগিয়ে এসইও কাজ শিখতে পারেন খুব সহজে।
কিভাবে এসইও করতে হয়ঃ
এসইও শেখার সহজ উপায় ও এসইও করার প্রধান ধাপ হচ্ছে এসইও এর প্রতিক্রিয়া বোঝা। ( SEO ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ হলো একটি ওয়েবসাইটেকে ভিডিও কিংবা বাংলা আর্টিকেল দ্বারা গুগোলে সার্চ ইঞ্জিনে দেখানো। গুগোলে যখন মানুষ কিছু খোঁজে তখন সেটি যেন কিওয়ার্ড দ্বারা গুগলে র্যাংঙ্ক করে তার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের। নিম্নে দেখুন?
১। কিওয়ার্ড রিসার্চঃ গুগোলে কোনো কিছু র্যাংঙ্ক করাতে হলে ভাল মানের কিছু কিওয়ার্ড লাগবে। যেটি আমার কন্টেন্টকে সবার সামনে তুলে ধরবে গুগোলে। সে শব্দ গুলোকে যাঁচাই বাছাই করে বের করতে হবে
২। অন পেজ এসইওঃ কিওয়ার্ড ও কন্টেন্ট লেখা ফেন্ড্যলি হতে হবে। যেটি সবার কাছে ভাল লাগবে ও সবাই যেন পড়তে ইচ্ছুক হয়। কন্টেন্টের লেখা, মেটাট্যাগ, টাইটেল, ও ডেসক্রিপশন ভাল করে সাজাতে হবে। ও বাছাই করা কিওয়ার্ড গুলো সেখানে ব্যবহার করতে হবে।
৩। ইমেজ অপ্টিমাইজেশনঃ ব্লগ সাইটে কন্টেন্ট লিখে ব্লগে কিছু ভাল পরিমাণে ছবি বসাতে হবে। যেন সেটি মানুষের কাছে একটা দৃষ্টি আকর্ষন হয়।
৪। অফ পেজঃ অফ পেজের ক্ষেত্রে একটি ভাল ওয়েবসাইট থেকে একটি ব্যাকলিংক তৈরি করতে হবে। যেন মানুষ অন্যর ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসে কিছু পড়ার ও কিছু শেখার জ্ঞান অর্জন করতে পারে।
৫। লোকাল এসইওঃ আপনি যদি আপনার ওয়েবসাইট লোকাল ব্যবসায়ীদের জন্য তৈরি করে থাকেন। তাহলে আপনার জন্য লোকাল এসইও খুবই গুরুত্বপূর্ণ।
এই সব জিনিস আপনি যদি একবার শিখতে পারেন। তাহলে আপনার এসইও নিয়ে আর কোনো ভয় থাকবে না ইন্সআল্লাহ্। কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে।
এসইও শেখার ফর্মূলাঃ
এখনকার দিনে সবাই অনলাইন থেকে টাকা আয় করছে ঘরে বসে থেকে। অনলাইনে এই রকম হাজার হাজার সেক্টর রয়েছে। যেখানে মানুষ যেকোনো কাজ করানোর জন্য টাকা চার্জ করে থাকে। আর এই অনলাইনে কাজ করতে হলে আপনাকে এসইও কাজ আগে শিখতে হবে। কেননা এসইও না শিখলে আপনি কোনো কিছু ভাল করতে পারবেন না। নিম্নে দেখুনঃ
- এসইও ব্যাসিক ধারণাঃ
- এসইও কি ও কিভাবে কাজ করে সেটি আগে আপনাকে বুঝতে হবে।
- সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি কিভাবে গুগোলে র্যাংঙ্ক করবেন সেটি জানুন।
- কিওয়ার্ড রিসার্চ কি, অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এই গুলো জানুন।
- অনলাইনে রিসোর্স প্রতিক্রিয়াঃ
- বিভিন্ন ইউটুব থেকে কিংবা কোনো ওয়েবসাইট, ব্লগ থেকে ভিডিও দেখে কিংবা পড়ে এসইও করার ধরণা নিন।
- ইউটুবে ভিডিও থেকে সেটি নিজের যেকোনো ডিভাইসে আপ্লাই করুন।
- Google Keyword Planner, Semrush Ahrefs, আছে এই গুলো ব্যবহার করা শিখুন।
- প্র্যাকটিস করুনঃ
- আপনি প্রতিদিন কিছু সময় এসইও নিয়ে ঘাটাঘাটি করুন। গুগোলে সার্চ করুন, কন্টেন্ট লিখুন। এই ভাবে আপনার এসইও করার প্রতি মনোযোগ আসবে।
- অনেক রকম কিওয়ার্ড আছে সেটি ব্যবহার করুন, দেখুন তাতে কোনো সমস্যা আছে কি'না। থাকলে সেটি সমাধান করুন।
এই ভাবে আপনি কাজ করে গেলে এক সময় দেখবেন যে আপনি এসইও করা শিখে গেছেন ও আপনি অনলাইন থেকে একটা ভাল ইনকাম করা শুরু করেছেন। আর হ্যাঁ ধৈর্য অবশ্যই রাখবেন নিজের প্রতি।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন অনলাইন থেকে ইনকাম করার ক্ষেত্রে এসইও শেখার সহজ উপায় কি। ও তার সাথে সাথে এটাও জানলেন যে এসইও শিখতে কতদিন লাগে একটা মানুষের।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............ www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url