সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে - সার্চ ইঞ্জিন কাকে বলে? বিস্তারিত জেনে নিন?
আজকে আমরা জানবো যে গুগলে কোনো কিছু সার্চ করলে এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে থাকে। ও তার সাথে সাথে এটাও জানবো যে গুগলে সার্চ ইঞ্জিন কাকে বলে ও কিভাবে এর ব্যবহার করতে হয়। আসুন জানি?
ভূমিকাঃ
আমারা যদি কোনো কিছুর সমন্ধে জানতে চাই তাহলে আমরা সর্বপ্রথম গুগলে গিয়ে সেটি সার্চ করে থাকে। কেননা গুগোল আমাদেরকে সব সময় সঠিক তথ্য দিয়ে থাকে।
![]() |
সার্চ-ইঞ্জিন-কিভাবে-কাজ-করে |
তাই আসুন জেনে রাখি যে গুগলে এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে থাকে। কোন জিনিসের উপরে কাজ করে। তার সাথে সাথে এটাও জানুন যে এই সার্চ ইঞ্জিন কাকে বলে? নিম্নে বিস্তারিত পড়ে নিন?
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করেঃ
আজকের দিনে এই দুনিয়া চলেগেছে ইন্টারনেটের মাধ্যমে। আমাদের মনে যখন কোন কিছু নিয়ে প্রশ্ন জাগে তখন আমরা গিয়ে ইন্টারনেটে সার্চ করি। সঠিক তথ্য জানার জন্য। সার্চ করার মাধ্যমে সার্চ ইঞ্জিন কাজ করতে শুরু করে। সার্চ ইঞ্জিন এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীদের প্রশ্ন ও তথ্য খুঁজে বের করে এবং তা একটি বিশেষ র্যাঙ্কিং বা অর্ডারে উপস্থাপন করে ক্রেতার কাছে।
আরো পড়ুনঃ বেকার সময় কিভাবে কাজে লাগিয়ে আপনি এসইও এর কাজ শিখবেন তা জানুন?
সার্চ ইঞ্জিন এমন একটি ডাটাবেজ যেটি দ্বারা আপনি চাইলে ইন্টারেটের যত ধরনের জ্ঞান আছে সব নিতে পারবেন। আমরা যখন কোনো কিছু ইন্টারনেটে সার্চ করি। তখন সে কিওয়ার্ড গুলো এক একটি বিট আকারে কম্পিউটারে গিয়ে পৌঁচ্ছায়। যাকে বলে হয় বাইনারি কোড। আমরা যখন সার্চ করি তখন আমাদের শব্দগুলো ইন্টারনেট ফ্যাটোরে গিয়ে উপস্থিত হয়। তার পরে আমরা পেয়ে যায় আমাদের মনের গান ও ভিডিও।
সার্চ ইঞ্জিন হলো সার্চ করার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ায় এবং সাইটের কন্টেন্ট, লিংক এবং বিভিন্ন পেজ স্ক্যান করে আমাদের মতামত অনুযায়ী তথ্য বের করে দেওয়া। এই ভাবে সার্চ ইঞ্জিন কাজ করে থাকে।
আরো পড়ুনঃ অনলাইনে কাজের ক্ষেত্রে অন পেজ এসইও কতটা গুরুত্বপূর্ণ জেনে নিন?
সার্চ ইঞ্জিন কাকে বলেঃ
সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রযুক্তিগত প্রোগ্রাম বা সফটওয়্যার, যা ইন্টারনেটে প্রচুর পরিমাণ তথ্যের মধ্যে থেকে ব্যবহারকারীর অনুসন্ধান অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং সেটি ক্রেতাদের কাছে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, গুগল, বিং, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিনের কাজ হলো যেকোনো তথ্যর উপর ভিত্তি করে ইন্টারনেটের ওয়েবসাইটগুলো স্ক্যান করা এবং পাওয়া ফলাফলগুলোকে র্যাঙ্কিং অনুসারে দেখানো।
আরো পড়ুনঃ ব্যবসার ক্ষেত্রে বা অনলাইনে কাজের ক্ষেত্রে টেকনিক্যাল এসইও এর কাজ জেনে নিন?
সার্চ ইঞ্জিনের মূল কাজগুলো হলো অনুসদ্ধান করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যা একটি ক্রলিং, যেখানে তারা ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে, ইনডেক্সিং, র্যাঙ্কিং, ছবি,গান ইত্যাদি তথ্য খুঁজে বের করা। যখন কেউ সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন সেই তথ্যের ভিত্তিতে ওয়েবপেজগুলোকে স্ক্যান করে তার ফলাফল হিসেবে উপস্থাপন করে,। যা দ্রুত এবং সঠিক তথ্য প্রাপ্তির সুযোগ করে দেয়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলেঃ
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও (SEO) হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিনের (যেমন গুগল, বিং) সার্চ রেজাল্টে উপরের দিকে আনার জন্য বিভিন্ন কৌশল এবং পদ্ধতি ব্যবহার করা হয়। এর প্রধান লক্ষ্য হলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে অর্গানিক (বিনামূল্যে) ট্রাফিক বৃদ্ধি করা। এসইও করার জন্য এর মূল তিনটি অংশ রয়েছে যজথা
- অন-পেজ এসইও (On-Page SEO) এর মধ্যে ওয়েবসাইটের অভ্যন্তরীণ বিষয়বস্তু অপটিমাইজ করা হয়। যেমনঃ সঠিক কীওয়ার্ড নির্বাচন, কনটেন্টের মান উন্নয়ন, হেডিং এবং ইমেজ অপটিমাইজেশন।
- অফ-পেজ এসইও (Off-Page SEO) এখানে ওয়েবসাইটের বাইরে থেকে ট্রাফিক আনার কৌশল ব্যবহার করা হয়, যেমনঃ ব্যাকলিঙ্ক তৈরি, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, এবং অন্যান্য সাইটের সাথে সম্পর্ক তৈরি।
- টেকনিক্যাল এসইও (Technical SEO) এটি ওয়েবসাইটের প্রযুক্তিগত দিকগুলো উন্নত করার প্রক্রিয়া, যেমনঃ ওয়েবসাইটের গতি বাড়ানো, মোবাইল ফ্রেন্ডলিনেস নিশ্চিত করা, এবং সাইটম্যাপ তৈরি।
এসইও করার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য আরও প্রাসঙ্গিক এবং ব্যবহারকারী বান্ধব করা হয়। যা সার্চ ইঞ্জিনে উচ্চ র্যাঙ্কিং এনে দেয় এবং ওয়েবসাইটে বেশি দর্শক আনতে সহায়ক করে থাকে।
সার্চ ইঞ্জিন কিঃ
সার্চ ইঞ্জিন হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার বা প্রযুক্তি, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট প্রশ্ন বা তথ্য খোঁজার জন্য ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডার থেকে সঠিক তথ্য সংগ্রহ করে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, গুগল, বিং, এবং ইয়াহু হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন। যখন কেউ সার্চ ইঞ্জিনে একটি শব্দ বা বাক্যাংশ (কিওয়ার্ড) টাইপ করে, সার্চ ইঞ্জিনের বিশেষ রোবট (যাকে ক্রলার বা স্পাইডার বলা হয়)
আরো পড়ুনঃ আপনি যেকোনো কিওয়ার্ড অনলাইনে কিভাবে কাজে লাগাবেন তা জেনে রাখুন?
ওয়েবসাইটগুলোর কন্টেন্ট ও হাজার হাজার পেজ স্ক্যান করে এবং সেই কিওয়ার্ডের সাথে মিলে যাওয়া ওয়েবসাইটগুলোকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে র্যাঙ্কিং করে উপস্থাপন করে ক্রেতাদের কাছে। সার্চ ইঞ্জিনের মূল কাজগুলো হলো ক্রলিং বট যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চাহিদা অনুযায়ী দ্রুত এবং সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে জান।
সার্চ ইঞ্জিন কে আবিষ্কার করেছেনঃ
প্রথম সার্চ ইঞ্জিনটি আবিষ্কার করেন "অ্যালান এমটেজ" (Alan Emtage) নামের একজন কম্পিউটার বিজ্ঞানী। ১৯৯০ সালে তিনি "আর্চি" (Archie) নামে একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন, যা মূলত ফাইল এবং ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করার জন্য ডিজাইন করা হয়েছিল। "আর্চি" ছিল প্রথম সার্চ ইঞ্জিন মালিক।
আরো পড়ুনঃ লোকাল এসইও দ্বারা আপনি কিভাবে মার্কেটিং করবেন তার সমন্ধে জানুন?
যা ইন্টারনেটের বিভিন্ন সার্ভার থেকে ফাইল সংগ্রহ করে এবং একটি সূচক তৈরি করত, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ফাইল খুঁজে পেতেন। এরপর আরও অনেক উন্নয়ন ঘটে, যেমন গুগল, যা সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব ঘটায় এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সার্চ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে।
সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কিঃ
সার্চ ইঞ্জিন সাধারণত বিভিন্ন প্রকারের হতে পারে, এবং তাদের কাজের ধরন এবং লক্ষ্য অনুসারে আলাদা করা যায়। সার্চ ইঞ্জিনের প্রধান তিনটি প্রকারভেদ রয়েছে তাহলোঃ
১ ক্রলার-ভিত্তিক সার্চ ইঞ্জিন (Crawler-Based Search Engine)
এই ধরনের সার্চ ইঞ্জিনের মূল ভিত্তি হলো "ক্রলার" বা "স্পাইডার" নামক প্রোগ্রাম, যা ইন্টারনেটের ওয়েবসাইটগুলো ক্রল করে বা স্ক্যান করে এবং সেই তথ্যগুলো সার্চ ইঞ্জিনের ডাটাবেসে সংরক্ষণ করে। উদাহরণস্বরূপ, গুগল, বিং, এবং ইয়াহু হলো ক্রলার-ভিত্তিক সার্চ ইঞ্জিন। এই ধরনের সার্চ ইঞ্জিন সার্চ র্যাঙ্কিং এবং প্রাসঙ্গিকতা নির্ধারণ করে আলগোরিদমের মাধ্যমে।
![]() |
সার্চ-ইঞ্জিন-কত-প্রকার-ও-কি-কি |
২ মানুষ-নির্ভর ডিরেক্টরি (Human-Powered Directories)
এই ধরনের সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটগুলো ম্যানুয়ালিভাবে যুক্ত করা হয়। এখানে ব্যবহারকারীরা নিজে থেকে ওয়েবসাইট জমা দেয় এবং সম্পাদনা করে থাকে। সার্চ রেজাল্ট নির্ভর করে কীওয়ার্ডের উপর, তবে র্যাঙ্কিং মানুষ দ্বারা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, DMOZ (ডিরেক্টরি মোজাইক) একটি প্রখ্যাত মানুষ-নির্ভর ডিরেক্টরি ছিল।
আরো পড়ুনঃ নিজের ফোন কিভাবে কাজে লাগিয়ে আপনি টাকা ইনকাম করবেন জেনে রাখুন?
৩ হাইব্রিড সার্চ ইঞ্জিন (Hybrid Search Engine)
হাইব্রিড সার্চ ইঞ্জিনগুলো ক্রলার-ভিত্তিক এবং মানুষ-নির্ভর ডিরেক্টরি, উভয়ের সমন্বয়ে কাজ করে। এ ধরনের সার্চ ইঞ্জিন প্রাথমিকভাবে ক্রলার-ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে থাকে গুগলে। তবে মানুষের হস্তক্ষেপের মাধ্যমে আরও উন্নতি করা জায়। উদাহরণস্বরূপ, গুগল এবং ইয়াহু উভয়ই হাইব্রিড সার্চ ইঞ্জিনের উদাহরণ।
৪ মেটা সার্চ ইঞ্জিন (Meta Search Engine)
মেটা সার্চ ইঞ্জিন কোনো নিজস্ব ডেটাবেস ব্যবহার করে না। এটি অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে একত্রিত করে প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, Dogpile, Metacrawler মেটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। এইসব প্রকারের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে বিভিন্নভাবে তথ্য প্রদানের জন্য কাজ করে। যা আপনার কাজ গুলোকে আরো সহজ করে তোলে।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন যে অনলাইনের দুনিয়ায় এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে থাকে। ও তার সাথে সাথে এটাও জানলেন যে এই সার্চ ইঞ্জিন কাকে বলে?
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন...............www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url